কামারুজ্জামানের সঙ্গে স্বজনদের সাক্ষাৎ

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৮, ২০১৫ সময়ঃ ১২:২৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

kamarujjaman family 2 8মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের সঙ্গে ঢাকা কেন্দ্রীয় কারাগারে গিয়ে দেখা করেছেন তার পরিবারের সদস্যরা।

শনিবার সকাল ১০ টা ৪০ মিনিটের দিকে কামারুজ্জামানের পরিবার কারাগারে প্রবেশ করেন। ১১ টা ৩৮ মিনিটের দিকে তারা কারাগার থেকে বের হন।

তারা কারাগারে এক ঘন্টা অবস্থান করেন। এসময় কামারুজ্জামানের স্ত্রীসহ পরিবারের ৮ সদস্য ছিলেন।

তারা হলেন, কামারুজ্জামানের স্ত্রী নূরুন্নাহার, মেয়ে আফিয়া নূর, পুত্রবধূ শামীম আরা, শ্যালক আবুল কালাম আজাদ, ভাগ্নে সানোয়ার হোসেন এবং তিন ভাগ্নি রোকসানা জেবিন, শাহানা জেবিন ও আফরোজা জাহান।

এর আগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল দশটার দিকে জেলগেটে এসে দেখা করা জন্য আবেদন জানান কামারুজ্জামানের পরিবারের পক্ষে তার স্ত্রী নূরুন্নাহার।

তাদের সাক্ষাতের বিষয়টিকে নিয়মিত সাক্ষাতের অংশ বলে দাবি করেছেন কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলী।

তিনি জানান, তারা আধা ঘণ্টার মতো কথা বলেছেন।

প্রতিক্ষণ /এডি/বিপ্লব

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G