কারফিউমুক্ত বাগদাদ

প্রকাশঃ ফেব্রুয়ারি ৮, ২০১৫ সময়ঃ ৫:২৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২৮ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেক্স, প্রতিক্ষণ ডটকম :

ইরাকইরাকের রাজধানী বাগদাদে প্রায় এক যুগ ধরে চলা কারফিউ উঠিয়ে নিয়েছে দেশটির সরকার। প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদির ঘোষণার পর শনিবার রাতে কারফিউ উঠিয়ে নেওয়া হয়। খবর বিবিসি ও আলজাজিরা।

কারফিউ প্রত্যাহার উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে শনিবার মধ্যরাতে তাহরির স্কয়ারে এক পার্টির আয়োজন করা হয়। সেখানে বাগদাদের বেশ কয়েক বাসিন্দাকে অংশ নিতে দেখা যায়।

কারফিউ চলাকালীন শহরটিতে রাত ১২টার পর থেকে ভোর ৫টা পর্যন্ত জনগণের চলাচলে নিষেধাজ্ঞা ছিল। এ সময়ের মধ্যে সব দোকানপাট বন্ধ রাখতে হতো।

দেশটির প্রধানমন্ত্রীর নির্দেশে নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার পাশপাশি ব্লক করে রাখা রাস্তাগুলো খুলে দেওয়া হয়েছে। এ ছাড়া সামরিক যানগুলোও আস্তে আস্তে সরিয়ে নেওয়া হচ্ছে।

জনগণের জীবনযাত্রা স্বাভাবিক করতেই কারফিউ উঠিয়ে নেওয়া হয়েছে বলে প্রধানমন্ত্রীর দফতর থেকে বলা হয়েছে।

২০০৩ ইরাকে হামলার পর বাগদাদে কারফিউ জারি করে যুক্তরাষ্ট্র। কয়েক বছর পর যুক্তরাষ্ট্রের সেনারা ইরাকীদের হাতে ক্ষমতা হস্তান্তর করলেও কারফিউ বজায় ছিল।

এদিকে, কারফিউয়ের মাঝেও বাগদাদে অব্যাহত হামলার ঘটনা ঘটে। সাম্প্রতিক সময়েও শহরটিতে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে।

প্রতিক্ষণ/এডি/বাবুল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G