কারাগারে সাংসদ লিটন

প্রকাশঃ অক্টোবর ১৫, ২০১৫ সময়ঃ ১:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০৮ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক

liton chorশিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় অভিযুক্ত সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার বেলা সোয়া ১২টার দিকে গাইবান্ধার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ময়নুল হাসান ইউসুফ লিটনের জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে বুধবার রাতে ঢাকায় গ্রেপ্তারের পর আদালতে নেয়ার আগে কঠোর নিরাপত্তায় গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়েছিল। এরপর পুলিশ সুপারের কার্যালয় থেকে আদালতে নেয়ার সময় এমপি লিটন সমর্থকরা বিক্ষোভ ও অবরোধ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে একটি সাদা মাইক্রোবাসে এমপি লিটন, তার আগে আইনজীবীর প্রাইভেটকার, পেছনে তার ব্যবহৃত লাল গাড়িতে তার স্ত্রীসহ দলের কয়েকজন কর্মী ও সামনে পেছনে কড়া নিরাপত্তায় তাকে নিয়ে আসা হয় সরাসরি পুলিশ সুপারের কার্যলায়ে।

ভোর রাত থেকে সংবাদকর্মীরা এসপি কার্যালয়ের আশে পাশে ভিড় জমালেও কাউকে ভেতরে ঢুকতে দেয়া হয়নি। তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তারা কথা বলতে রাজি হয়নি। বেলা সাড়ে ১১টা পর্যন্ত লিটনকে পুলিশ সুপারের কার্যালয়ে বসিয়ে রাখা হয়।

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G