বিনোদন প্রতিনিধি
কারাগার পার্ট ২ মুক্তির তারিখ অবশেষে জানা গেছে। ‘বোধ’ সিরিজের শেষ পর্বের শেষ দৃশ্য-এ পর্দায় ভেসে উঠেছে কারাগার-২ মুক্তির তারিখটি।
ডিসেম্বরের ১৫ তারিখে মুক্তি পেতে যাচ্ছে কারাগার পার্ট ২। পরিচালক বিষয়টি নিশ্চিত করেছে। তুমুল আলোচিত কারাগার পার্ট ২- এর খবর আগেই জানিয়েছিল। এবার জানা গেল মুক্তির তারিখ।
সৈয়দ আহমেদ শাওকী পরিচালিত কারাগার-এ অভিনয় করেছেন আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, ফারিণ, নাঈম, বিজরী বরকতুল্লাহসহ অনেকে।