কালো ঠোঁট স্বাভাবিক করবেন যেভাবে
প্রতিক্ষণ ডেস্ক
আমাদের সৌন্দর্যের অন্যতম একটি অঙ্গ হলো ঠোঁট। সুন্দর এবং আকর্ষণীয় ঠোঁট কার না চাই? কিন্তু বিভিন্ন কারণে কালো হয়ে যাওয়ার ফলে এই ঠোঁটই যদি হয় অসস্তির কারণ তাহলে নিশ্চয়ই ভালো লাগবে না? চলুন জেনে নিই কালো হয়ে যাওয়া ঠোঁট কীভাবে স্বাভাবিক করবেনঃ
প্রতিদিন গ্লিসারিন, অলিভ অয়েল, মধু ও গোলাপজল একসঙ্গে মিশিয়ে লাগালে ঠোঁটের উজ্জ্বলতা ফিরে আসবে।
আপনার যদি ধূমপানের অভ্যাস থাকে, তবে তা এখনই ছাড়তে হবে। এর কোন বিকল্প নেই।
লেবুর রসের সঙ্গে মধু মিশিয়ে ঠোঁটে লাগাতে পারেন। এতে ঠোঁটের কালোভাব দূর হবে।
ধনেপাতার রসও ঠোঁটে লাগাতে পারেন। এটি ঠোঁটের কালোভাব দূর করে।
দিনে কমপক্ষে আট গ্লাস পানি খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।
দিনে দু’বারের বেশি চা বা কফি পান থেকে বিরত থাকুন।
একটা লেবুর অর্ধেক কেটে তার উপর দুই ফোঁটা মধু দিয়ে বৃত্তাকারে ঠোঁটে ম্যাসাজ করতে হবে। এরপর বরফ জলে ঠোঁট ধুয়ে ফেললে ভালো ফল পাবেন।
মুলতানি মাটি, কয়েক ফোঁটা মধু ও কাঁচা দুধ মিশিয়ে ঠোঁটে লাগালে ঠোঁটের কালচে ভাব দূর হবে।
ঠোঁটের কোণা অনেক সময় কালো হয়ে যায়, শসা ও পাতিলেবুর রস একসঙ্গে মিশিয়ে দিনে ৩-৪ বার ঠোঁটে লাগালে উপকার পাবেন।
প্রতিক্ষণ/এডি/এফটি