বিনোদন ডেস্ক
বলিউডে প্রশংসা কুড়িয়ে হলিউডও জয় করেন এ অভিনেতা। আর এখন ঢালিউডেও পদার্পণ করতে যাচ্ছেন তিনি। মোস্তফা সরোয়ার ফারুকীর ‘ডুব’ ছবির শুটিংয়ে অংশ নিতে আগামী ১৬ মার্চ বুধবার ঢাকায় আসবেন ইরফান খান।
মঙ্গলবার সকালে এ কথা জানান মোস্তফা সরোয়ার ফারুকী।
শুটিংয়ে অংশ নিতে ১৫ মার্চ ঢাকায় আসার কথা ছিল ইরফান খানের। ঢাকায় আসা এক দিন পিছান তিনি। এছাড়া ঢাকার অদূরে পুবাইলে ‘ডুব’ ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল ২০ মার্চ থেকে। তবে আপাতত সেখানে শুটিং হচ্ছে না বলে জানিয়েছেন মোস্তফা সরোয়ার ফারুকী। ঢাকাতেই হবে ‘ডুব’ ছবির শুটিং।
এ প্রসঙ্গে মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, ‘১৯ মার্চ ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে ছবির প্রযোজক ও অভিনয়শিল্পীদের নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করব। সেখানেই ছবিটি সম্পর্কে বিস্তারিত জানানো হবে।’
‘ডুব’ ছবিটির প্রযোজনা করবে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া, ভারতের এস কে মুভিজ ও ইরফানের প্রযোজনা প্রতিষ্ঠান আই কে কোং। ছবিতে ইরফান খান ছাড়াও অভিনয় করবেন পার্নো মিত্র, অশোক ধনুকা এবং বাংলাদেশের তিশা, রোকেয়া প্রাচী, নাদের চৌধুরী প্রমুখ।
#লাইক ও শেয়ার দিয়ে প্রতিক্ষণের সাথে থাকুন।
প্রতিক্ষণ/এডি/এফটি