কাশিয়ানীতে মনোনয়ন পেতে পারেন যারা
এস এম সাব্বির (গোপালগঞ্জ প্রতিনিধি)
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ১৪ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন এখনো দলীয়ভাবে ঘোষণা করা হয়নি। আগামী ২৫ বা ২৬ মার্চের আগে দলীয় মনোনয়নের ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না বলে জানান কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোক্তার হোসেন।
তবে যাদের নাম শোনা যাচ্ছে, এদের মধ্যে থেকে কেউ কেউ হয়তো বাদও যেতে পারেন। তাই চূড়ান্ত মনোনয়ন তালিকা পেতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে ১৪ ইউনিয়নে যারা মনোনয়ন পেতে পারেন বলে লোকমুখে শোনা যাচ্ছে তারা হলেন ১নং মহেশপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান মৃধা, ২নং পারুলিয়া ইউনিয়নে শেখ মকিমূল ইসলাম (মকিম), ৩ নং মাহমুদপুর ইউনিয়নে মোঃ মাসুদ রানা, ৪ নং সাজাইল ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, ৫ নং কাশিয়ানী ইউনিয়নে মোঃ মশিউর রহমান খান, ৬ নং রাতইল ইউনিয়নে বিএম হারুন অর রশিদ (পিনু)।
৭ নং ফুকরা ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদুল হক মোল্যা, ৮ নং ওড়াকান্দি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জহির রায়হান পলাশ, ৯ নং রাজপাট ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো: তৌফিকুর রহমান নিজাম, ১০ নং হাতিয়াড়া ইউনিয়নে দেব দুলাল বিশ্বাস, ১১ নং সিংগা ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রণব সরকার, ১২ নং বেথুড়ী ইউনয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ক্ষীরোদ রঞ্জন বিশ্বাস, ১৩ নং পুইশুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলীউজ্জামান পানা মোল্যা ও ১৪ নং নিজামকান্দি ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাব্বত হোসেন জুয়েল।
প্রতিক্ষণ/এডি/এফটি