কাস্টমস কর্মকর্তার ছেলে জঙ্গি অর্থদাতা
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানিয়েছেন, বাংলাদেশ কাস্টমসের সহকারী কমিশনার আবদুল আলিমের ছেলে ফিরোজ মো. তমাল ‘বাংলাদেশ জিহাদি গ্রুপ’ নামে নতুন জঙ্গি সংগঠনের অর্থদাতা।বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।
গতকাল বিকেলে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নতুন জঙ্গি সংগঠনের কমান্ডার আবদুল্লাহ ও তমালকে অস্ত্রসহ গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় আবদুল্লাহর কাছ থেকে একটি পিস্তল ওতমালের ড্রয়ার থেকে দুটি পিস্তল উদ্ধার করা হয় ।
মনিরুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন, আবদুল্লাহ কমান্ডার আর তমাল অর্থদাতা হিসেবে দায়িত্ব পালন করেন। তমালের বাবা আবদুল আলিমের ঢাকা শহরে এখন পর্যন্ত ১৭টি বাড়ি রয়েছে।তার বাবার প্রচুর টাকা থাকায় সেই টাকা জঙ্গিসংশ্লিষ্ট কাজে ব্যবহার করেন।
তিনি জানান, এই জঙ্গি সংগঠন পরিচালনার জন্য পদ্মার ওপারে একটি চরকে বেছে নিয়েছেন তারা।অর্থের বিনিময়ে তাদের প্রশিক্ষণ দেওয়ার কাজ করতেন সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা। এ ছাড়া প্রশিক্ষণ শেষে সিরিয়া ও আফগানিস্তানে গিয়ে জিহাদ করার পর দেশে এসে খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা ও বৈষম্যমূলক সমাজব্যবস্থা দূর করার জন্য সংগ্রামে লিপ্ত হওয়ার পরিকল্পনা ছিল তাদের।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একাধিক মামলা করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে আরো বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে।