কিডনি নষ্টের কারণ!
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
মানবদেহের বিভিন্ন অঙ্গের মতো কিডনিও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কিডনিকে মানব দেহের ফিল্টার বলা হয়। কারণ কিডনি প্রাণী শরীরের পানি ফিল্টার করে আমাদের সুস্থ রাখতে সাহায্য করে।
কিন্তু আমাদের অগোচরেই অনেক সময় কিছু অসাবধানতার কারণে আমরা কিডনির ক্ষতি করছি। জেনে নিই কিডনি নষ্টের ১০টি গুরুত্বপূর্ণ কারণসমূহ:
১। প্রস্রাব আটকে রাখা।
২। পর্যাপ্ত পানি পান না করা।
৩। অতিরিক্ত লবণ খাওয়া।
৪। যেকোন সংক্রমণের দ্রুত চিকিৎসা না করা।
৫। মাংস বেশি খাওয়া।
৬। প্রয়োজনের তুলনায় কম খাওয়া।
৭। অতিরিক্ত ব্যথার ওষুধ সেবন।
৮। নিয়মমতো ওষুধ সেবন না করা।
৯। অতিরিক্ত মদ খাওয়া।
১০। পর্যাপ্ত বিশ্রাম না নেওয়া।
যেহেতু কিডনি ছাড়া আমরা অচল, তাই আমাদের প্রত্যেকেরই কিডনি নষ্টের উপরিউক্ত ১০টি গুরুত্বপূর্ণ কারণ মেনে চলা উচিত।
প্রতিক্ষণ/এডি/জহির