কিভাবে করবেন কনটোরিং

প্রকাশঃ এপ্রিল ১৪, ২০১৫ সময়ঃ ১:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩৪ অপরাহ্ণ

Kim-উৎসবের আনন্দ শতগুণ বেড়ে যায় যখন আপনার সাজটা হয় মনের মতো। তবে সবসময়তো আর পার্লারে যাওয়া সম্ভব নয়। আর যখন যাওয়া হয় তখনও মনের মface-sculptingতো সাজের দেখা পাওয়া যায় না। অতিরিক্ত মেইক আপের ভারে   নিজেকে জর্জরিত মনে হয়।

সবচেয়ে উপযুক্ত হয় যদি এমন একটি সাজ আপনি নিজের অন্দরে বসেই করতে পারেন। আজকাল রমনীমহলে সাজপোশাকের পারদর্শিতা বেশ দেখা যায়। 

তবে সমস্যা হল তীরে এসে তরী ডোবানোর মতো সামান্য কিছু ভুল পুরো প্রস্তুতিটাকেই কিছুটা হলেও খর্ব করে দেয়। আর সমস্যাটা বটগাছসম হয়ে দেখা দেয় তখন। এবারে আসা যাক সেই নিয়মের ধারায়।

মেক আপের প্রথম পর্যায় হল বেইজ মেক আপ। আর বেউজ মেক আপ ঠিকভাবে করার জন্য দরকার পারফেক্ট কনটোরিং।ghokj';

কিনটোরিং যদি ঠিকভাবে না হয় তাহলে তাহলে মেক আপ পরিপূর্ণ হয় না। আর সঠিকভাবে কনটোরিং করার জন্য দরকার কমপক্ষে দুইটি শেডের কনসিলর। বিশেষ করে  টিজোনগুলোকে কনটোর করতে হবে। 

এবং কিনটোরিং এর ফিনিশিং খুব ভালো হওয়া দরকার। ফিনিশিং ভালো না হলে বেইজ ঠিকভাবে মুখে বসে না। কনটোরিং বলতে বোঝানো হচ্ছে, আপনার চেহারার খুঁতগুলোকে ঢেকে দেওয়া।

কিভাবে এ কাজটি সুন্দরভাবে করবেন সেজন্য কিছু ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করা হল।

 

 তাজিন/প্রতিক্ষণ/এডি/শারমিন

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

September 2024
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
20G