কিয়েভের ফেব্রুয়ারিতে ‘শান্তি শীর্ষ সম্মেলন’ করার পরিকল্পনা

প্রকাশঃ ডিসেম্বর ২৭, ২০২২ সময়ঃ ১:৪৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪৬ পূর্বাহ্ণ

আন্তর্জাতিকে ডেস্ক

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা

রাশিয়ার আগ্রাসনের বার্ষিকীতে ফেব্রুয়ারির শেষের দিকে একটি শান্তি শীর্ষ সম্মেলন করার পরিকল্পনা নিয়েছে বলে ঘোষণা দিয়েছে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা ।

কিয়েভ জাতিসংঘ থেকে রাশিয়ার অপসারণের আহ্বান জানিয়েছে, যুক্তি দিয়ে বলেছে আসনটি প্রাথমিকভাবে রাশিয়ান ফেডারেশন নয়, ১৯৯১ সালে ইউএসএসআর-কে দেওয়া হয়েছিল, তাদের সদস্যপদ “অবৈধ”।

ক্রেমলিন বলেছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সপ্তাহে তার চীনা প্রতিপক্ষের সাথে কথা বলবেন। কারণ পশ্চিমা নিষেধাজ্ঞার আলোকে রাশিয়া-চীন সম্পর্ক আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সারাতোভ অঞ্চলে রাশিয়ার এঙ্গেলস বিমানঘাঁটিতে ইউক্রেনের একটি ড্রোনের ধ্বংসাবশেষে তিন সামরিক কর্মী নিহত হয়েছেন।

সূত্র : আল-জাজিরা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G