কিশোরীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ
নিজেস্ব প্রতিবেদক
শনিবার রাত ১০টার দিকে রাজধানীর পল্লবীতে এক কিশোরী (১৫) ধর্ষণের স্বীকার হয়। ধর্ষণের পর হত্যার অভিযোগ করেছে পরিবারের সদস্যরা।
মূলত তারা বরিশালের মুলাদি উপজেলার রামচর গ্রামের বাসিন্দা। কিন্তু এখন থাকেন মিরপুরের বৃন্দাবন বস্তিতে।
মা রেনু বেগম জানান, মিরপুরের একটি পোশাক কারখানায় কাজ করেন তিনি। রাত ১০টার দিকে কাজ শেষে বাসায় ফেরেন। ঘর তালাবদ্ধ থাকলেও জানালা দিয়ে দেখেন তার মেয়ে বিছানায় গায়ে কম্বল দিয়ে শুয়ে রয়েছে। মেয়েকে ডাকাডাকি করলে সে কোনো জবাব দেয়নি। পরে নিজের কাছে থাকা চাবি দিয়ে তিনি ঘরে ঢোকেন। এ সময় মেয়েকে অচেতন অবস্থায় দেখতে পান তিনি। তাকে উদ্ধার করে প্রথমে মিরপুর আধুনিক হাসপাতালে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। রাত পৌনে ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত কিশোরীর বাবা হেমায়েত শিকদার বলেন, স্থানীয় হইরা নামের এক ছেলে তার মেয়েকে বিভিন্ন সময় উত্ত্যক্ত করত। ঐ ছেলেই তার মেয়েকে ধর্ষণ ও হত্যা করেছে।
প্রতিক্ষণ/এডি/এফজে