কীভাবে তৈরি করবেন চার্জিং হোল্ডার? (ভিডিওসহ)
প্রতিক্ষণ ডেস্ক
আজকাল সবার হাতে হাতে মোবাইল ফোন। যখনই কারো দিকে তাকাবেন তখন দেখবেন যে, সে তার একান্ত প্রিয় ফোনটিতে মুখ গুঁজে পড়ে আছে। এত বেশি পরিমাণে মোবাইল ব্যবহারের কারণে ব্যাটারি লো এর সংকেত দেখা যায়। এখন চার্জে দিবেন? তাতেও আরেক বিপত্তি! কারণ, যেখানে চার্জ দেয়ার সকেটটি রয়েছে; সেখানে যে আপনার মোবাইল ফোনটি রাখার জায়গা নেই! মাঝেমাঝেই আমাদের এমন বিপাকে পড়তে হয়। কিন্তু আপনি নিজেই যদি চার্জিং সকেটের পাশে একটি চার্জিং হোল্ডার বানিয়ে নেন তবে কেমন হয় বলুনতো? ঘরে বসে নিজেই খুব সহজে বানিয়ে ফেলতে পারেন চার্জিং হোল্ডার।
যা লাগবেঃ
১. শ্যাম্পুর খালি একটি বোতল
২. কেঁচি/ব্লেড
বানানোর প্রক্রিয়াঃ
শ্যাম্পুর খালি একটি বোতল নিন। শ্যাম্পুর বোতল না থাকলে অন্যকোন বোতল দিয়েও বানাতে পারেন। বোতলটিতে মার্কার দিয়ে মার্ক করে নির্দিষ্ট সাইজ অনুযায়ী কেটে নিন। কীভাবে কাটতে হবে তা ভিডিও দেখে শিখে নিন। এখন চার্জারের আকার অনুযায়ী হোল্ডারটিতে ছিদ্র করুন। খুব সহজেই তৈরি হয়ে গেলো মোবাইল ফোনের চার্জিং হোল্ডার। বানানোর পর হোল্ডারটিকে সকেটের সাথে বা পাশে স্ক্রু দিয়ে লাগিয়ে নিন। হয়ে গেল সমস্যার সহজ সমাধান।
প্রতিক্ষণ/এডি/এফটি