কী ধরণের হেয়ার স্টাইল চলছে এখন

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৬, ২০১৫ সময়ঃ ১:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:২৭ পূর্বাহ্ণ

তাজিন আক্তার, প্রতিক্ষণ ডটকম:

চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তীর কারুকার্য ;
তেমনি দেখেছি তারে অন্ধকারে; বলেছে সে, ‘ এতদিন কোথায় ছিলেন ‘ ?

hair style front

ঘন কালো লম্বা চুলের স্তুতিগাঁথা কত কবিই না করে গেছেন। কবি জীবনানন্দের বনলতা সেনের কথা কেই না জানে। কিন্তু এখন যুগ পাল্টে গেছে। সময়ের সাথে পাল্লা দিয়ে নারী তার চুলে কত পরিবর্তনই না এনেছেন।অনেকেই তাদের প্রিয় অভিনেত্রীকে অনুসরণ করে হেয়ার কাট দেয়, আবার কেউ নিজের পছন্দসই এক্সপেরিমেণ্টাল হেয়ার কাট দেয়।

কবিগুরুও বলেছেন “” ফ্যাশন হলো মুখোশ, স্টাইল হলো মুখোশ্রী”” তাই সময়ের সাথে সাথে ফ্যাশনের বদল হয়। পোষাক-পরিচ্ছদ থেকে শুরু করে চুল সব ফ্যাশনেই আসে পরিবর্তন। প্রতিবছরের মতো এ বছরও হেয়ার কাটে এসেছে ব্যাপক পরিবর্তন।

এ বছর যেসব হেয়ার কাট চলছে এবং চলবে, চলুন তা জেনে নেয়া যাকঃ

emo hair style-2পিক্সি হেয়ার স্টাইল: মেয়েদের চুলে বয়কাটের ট্রেন্ড অনেক আগে থেকে ছিল। সেটাতেই খানিকটা ঘুরিয়ে-ফিরিয়ে তৈরি করা হয়েছে পিক্সি হেয়ার স্টাইল।

মুখের ধরন গোল, লম্বাটে, ওভাল, সেমি ওভাল-সব চেহারার সঙ্গে মানানসই পিক্সি। সেই সঙ্গে যত্ন-আত্তিতেও সুবিধে পাওয়া যায় এই হেয়ার কাটে।

যদি কেউ চুলকে বেশি ছোট না করতে চান তারা কাটার আগেই চুল কতটুকু লম্বা রাখতে চান জানিয়ে দিন হেয়ার স্পেশালিস্টকে।

ওয়েভি: এই ধরণের হেয়ার স্টাইল এর বিশেষত্ব হল পাতলা, নরম ওয়েভি চুল। এই ধরণের হেয়ার স্টাইল করতে চাইলে প্রথমে একটি কার্ল ইনহ্যান্সিং ক্রিম অথবা জেল একটি হিট প্রটেক্টেন্ডের সাথে চুলে ব্যবহার করুন।

একটি হেয়ার ড্রায়ারের সাহায্যে আপনার চুল শুকিয়ে নিন। এরপর একটি হেয়ার ডিফিউজার এবং আপনার আঙ্গুলের সাহায্যে চুলগুলি মাপ মতো সাইজ করে নিন।

একবার চুল শুকিয়ে গেলে আপনি একটি মাঝারি মাপের কার্লিং আয়রন ব্যবহার করে আপনার চুলগুলি ওয়েভি করে নিতে পারেন। ছোট ছোট চুলের গোছা নিয়ে তাতে বিশ থেকে ত্রিশ সেকেন্ড কার্লিং আয়রন ব্যাবহার করুন যতক্ষণ না চুলগুলি হালকা গরম হয়।

মনে রাখবেন এ পদ্ধতিতে চুল সাজাতে হলে চুলের ক্ষতি এড়ানোর জন্য একটি হিট প্রটেক্টেন্ড ব্যবহার করতে হবে।

লেয়ারড হেয়ার স্টাইল: যেকোন ধরণের চুলের শেইপের সাথেই এই হেয়ার স্টাইল মানিয়ে যায়।আপনার চুল যদি পাতলা হয় তাহলে লেয়ারগুলো যতটা সম্ভব লম্বা রাখার চেষ্টা করুন। ছোট থেকে মাঝারি ধরণের চুলের ছাটের সাথে লম্বা লেয়ার রাখা,এটি এখন একটি জনপ্রিয় হেয়ার স্টাইল।

শর্ট সাট হেয়ার স্টাইল আমাদের দেশে তেমন জনপ্রিয় না। তবে এটি এবছর পশ্চিমা জগতে ব্যাপক জনপ্রিয় হতে পারে। এই হেয়ার স্টাইল ছোট শেইপের চুলের ক্ষেত্রেই বেশি করতে দেখা যায়।এর বৈশিষ্ট্য হল ছোট ছোট চুলের লেয়ারকে কিছুটা স্টাইলিস্টভাবে এলোমেলো করে রাখা।

hair style -3হেয়ার ব্যাংস: এই হেয়ার স্টাইলটি লেয়ারড হেয়ার স্টাইল এর মতোই যেকোন চুলের শেইপের সাথেই করতে পারেন।এর বৈশিষ্ট্য হল চুলগুলিকে কিছুটা চারকোণাভাবে রাখা। চার্লস এঞ্জেলসের ক্যামেরুন ডিয়াজকে প্রায় এই হেয়ার স্টাইলে দেখা যায়।

আপনি এই  হেয়ার স্টাইল করতে চাইলে সামনের দিকের চুলগুলোকে আচড়িয়ে কপালের উপর বা যে কোন সাইটে কিছুটা চারকোণাভাবে রাখতে পারেন। এই ধরণের চুলের স্টাইল বিভিন্ন ধরণের হতে পারে। তার মাঝে ফিনারজি ব্যাংস সবচেয়ে জনপ্রিয়।হেয়ার ব্যাং এর জন্য স্যাডিরন হেয়ার ক্রিম বা জেল এর চেয়ে প্রোমেড ব্যবহার করলে বেশি কাজে দিবে।

বব হেয়ার স্টাইল: বব হেয়ার স্টাইল বেশ পুরানো হলেও এখনো যথেষ্ট জনপ্রিয়।এর মূল বৈশিষ্ট্য হল চুল কিছুটা ছোট করে কাটা। ভিক্টোরিয়া ব্যাকহাম আর কেট হোমলেস এই হেয়ার স্টাইল প্রচলন করেছে পশ্চিমা জগতে। আমাদের দেশে এটি বেশ জনপ্রিয়। এই হেয়ার স্টাইল বিভিন্ন ধরণের হতে পারে যেমন; ছোট, মাঝারি বা লম্বা বব হেয়ার কাট। আপনার চুলের শেইপ যদি বব হেয়ার স্টাইলের হয় তাহলে কিছুটা ভিন্নতা আনার জন্য হাইলাইট বা লো লাইট করে দেখতে পারেন।

ট্রেন্ডি এসব হেয়ার স্টাইল নিজে ট্রাই করতে চাইলে আপনাকে যেতে হবে ওমেন্স ওয়ার্ল্ড,পারসোনা, আল্ভিরাস,বিবিয়ানার মত বিউটি শপ গুলোতে। এসব হেয়ার স্টাইল করতে আপনাকে গুনতে হবে ৬০০-২৫০০টাকা। টাকার পরিমান নির্ভর করবে আপনার চুলের পরিমান এর উপর।চুল কম হলে টাকার পরিমান কম হবে। তো আজই চলে যান বিউটি শপ এ ট্রাই করুন এই হেয়ার স্টাইলগুলোর যেকোন একটি আর নিজেকে করে তুলুন আরো আকর্ষনীয়।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G