মানুষের চেয়েও লম্বা কুকুর

প্রকাশঃ জানুয়ারি ৩০, ২০১৭ সময়ঃ ৬:০৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০৯ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

Dog 01সাত ফুট ছয় ইঞ্চি লম্বা কুকুর ফ্রেডি। এ ধরনের কুকুর বড় আকৃতির জন্য পৃথিবীতে বিখ্যাত। জার্মানির গ্রেট ডেন জাতের একেকটি পুরুষ কুকুর ওজনে ৫৪ থেকে ৯০ কেজি পর্যন্ত আর লম্বায় সাধারণত হয় সাড়ে তিন থেকে চার ফুট পর্যন্ত হয়ে থাকে। তবে ফ্রেডি ছাড়িয়ে গেছে তার জাতের অন্য সব কুকুরকে। পৃথিবীর সবচেয়ে লম্বা কুকুর হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসেও স্থান করে নিয়েছে।

কুকুরটিকে লালন-পালন করেছেন ব্রিটেনের সাবেক মডেল ক্লেয়ার স্টোনম্যান। তিনি ফ্রেডিকে বাচ্চা অবস্থায় যখন পেয়েছিলেন, তখন কুকুরটা উচ্চতায় তার বোন ফ্লিয়ারের অর্ধেক ছিল । কিন্তু পরে স্টোনম্যানকে বিস্মিত করে ফ্রেডি ফ্লিয়ারকে দ্রুতই ছাড়িয়ে যায়।

স্টোনম্যান বলেন, ‘ওর পাশে বসলে মনে হয়, একটি ছোট হাতির পাশেই বসে আছি। অন্য কুকুরের সঙ্গে ঝামেলা এড়াতে খুব ভোরে ফ্রেডিকে নিয়ে হাঁটতে বের হই আমি। ’

ফ্রেডির ওজন ৯২ কেজি। আস্ত মুরগির রোস্ট ও পিনাট বাটার খেতে ভালোবাসে সে। আর প্রাণীটার জন্য বছরে সাড়ে ১২ হাজার পাউন্ড গুনতে হয় স্টোনম্যানকে।

প্রতিক্ষণ/এডি/এস.আর.এস

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G