কুকুরের বেশে ‘প্রেমিক’

প্রকাশঃ মে ২৪, ২০১৫ সময়ঃ ৯:০৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪৪ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

dogg 1সকালে ভ্রমণে বেরিয়েছেন এক তরুণী। তার এক হাতে ধরা একটি কফিমগ,অন্যহাতে কুকুরের চেইন। কিন্তু ওই চেইনে কুকুরের বদলে বাঁধা রয়েছেন এক ভদ্রলোক। তিনি নারীটির পেছনে হামাগুড়ি দিচ্ছেন- ঠিক যেন এক প্রভুভক্ত কুকুর।

কফি মগে আয়েশ করে চুমুক দিতে দিতে হাঁটছেন ওই নারী। বাধ্য পশুর মত তার পেছনে পেছনে হামাগুড়ি দিচ্ছেন প্রেমিক পুরুষটি।

লন্ডনের ফারিনডন এলাকায় এই অদ্ভূত ঘটনাটি নিজের স্মার্টফোনে ভিডিও করেন এক পথচারী। পরে নিজের টুইটারে এটি ছেড়ে দেন। আর যায় কোথায়। শেয়ারের বণ্যায় ভেসে যায় ফেসবুক। অনেকে এতে মন্তব্যও করেছেন। সবার মুখে একটাই প্রশ্ন কে এই লোক, তিনি এভাবে মেয়েটির সঙ্গে যাচ্ছেন কেন? এসব প্রশ্নের কোনো উত্তর পাওয়া যায়নি। হতে পারে স্রেফ মজা করার জন্য তারা এমনটি করেছেন। এমনও তো হতে পারে তারা সত্যিকারের প্রেমিক-প্রেমিকা। প্রেমিকার মন রাখতে পুরুষরা কত কিছুই না করেন। আর প্রেমিকাটি যদি সুন্দরী হয় তাহলে তো কথাই নেই!

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G