তানভীর সাবিক,কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা এবং শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজের বহিস্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ। ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি মোঃ সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস.এম. জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে এই খবর জানা যায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, ইলিয়াস হোসেন সবুজ (কর্মী, বাংলাদেশ ছাত্রলীগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা) এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো।’
বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবর পেয়ে শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৪ এপ্রিল বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি পিকনিক স্পট থেকে ইলিয়াস হোসেনকে আটক করে র্যাব-১১। পরবর্তীতে একই বছরের ৫মে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সংগঠন থেকে তাকে আজীবনের জন্য বহিষ্কার করে ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
প্রতিক্ষণ/এডি/শাআ