কুমিল্লায় মাইক্রোবাস খাদে, নিহত ৫

প্রকাশঃ আগস্ট ২৭, ২০১৬ সময়ঃ ১০:১৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩১ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

url

কুমিল্লার লাকসাম উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খাদে পড়ে ৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৬ আগস্ট) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার দক্ষিণ খিলুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন হলেন- মো. ইউনূস মিয়া (৬১), তাঁর স্ত্রী শ্যামনা বেগম (৫৫) ও ছেলে ওমর ফারুক (৩২)।

তাঁদের বাড়ি নোয়াখালী সদর উপজেলায়। বাকি দুজন হলেন- লক্ষ্মীপুরের নুরুননবী (২৮) ও নোয়াখালীর লাতু মিয়া (৩৯)।

লালমাই হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট ইব্রাহিম খলিল জানান, নোয়াখালী সদর উপজেলার পশ্চিম চর রউন এলাকার ইউনুছ মিয়া তার প্রবাসী পুত্রকে বিমান বন্দর থেকে বাড়ি আনতে স্ত্রী-পুত্রসহ আত্মীয়দের নিয়ে শুক্রবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্দেশ্যে রওনা দেন। 

রাত সোয়া ১২টার দিকে তাদের বহনকারী মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো-চ-৫৩-৬০৯৯) কুমিল্লার লাকসাম পৌর এলাকার সিলোনিয়া ব্রিজের নিকট নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G