কুমিল্লায় খালেদার বিরুদ্ধে মামলা

প্রকাশঃ জানুয়ারি ২৬, ২০১৫ সময়ঃ ১১:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৪৬ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

kkkkkকাভার্ডভ্যান পোড়ানোর দায়ে ২০ দলীয় জোট নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হুকুমের আসামি করে কুমিল্লায় মামলা দায়ের করা হয়েছে।

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) নূরুজ্জামান বাদী হয়ে রবিবার রাতে মামলাটি করেন। মামলায় স্থানীয় বিএনপি-জামায়াতের ৪৭ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

সোমবার রাতে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিবার সকাল পৌনে ১১টার টিকে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম থানা সংলগ্ন হায়দারপুল এলাকায় ১০/১৫ জন যুবক অবরোধ ও হরতালের সমর্থনে মিছিল বের করে।

এ সময় তারা চট্টগ্রামগামী হাওলাদার কার্গো সার্ভিসের পণ্যবাহী একটি কাভার্ডভ্যানে (ঢাকা মেট্রো-ট-১১-৬১৯৯) অগ্নিসংযোগ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় থানার এসআই নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে রাতে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত আমীর সাহাব উদ্দিন, সেক্রেটারী শাহ মো. মিজানুর রহমানসহ ৩২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করে মামলাটি করেছেন।

মামলার এজাহারে বেগম খালেদা জিয়াকে হুকুমের আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

ওসি জানান, এই মামলার প্রধান আসামি চৌদ্দগ্রাম উপজেলার চান্দিশকরা গ্রামের শিবিরকর্মী ফারুক মিয়াজীকে রোববার রাতে আটক করা হয়। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলেহাজতে পাঠানো হয়েছে।

এর আগে ২৩ জানুয়ারি রাতে রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা ছুঁড়ে আগুন দেয়ার ঘটনায় বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

২৪ জানুয়ারি বেগম খালেদা জিয়াকে হুকুমের আসামি করে ওই মামলা দায়ের করেছেন যাত্রাবাড়ি থানার উপ পরিদর্শক কে এম নুরুজ্জামান।

অবরোধের মধ্যে নাশকতার জন্য খালেদা জিয়াকে দায়ী করে তাকে ‘হুকুমের আসামি’ করার পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মত দেয়ার দুই দিনের মাথায় মামলাটি দায়ের করা হয়। ওই মামলায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার ও রফিকুল ইসলাম মিয়া, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও শওকত মাহমুদসহ আসামি করা হয়েছে ৬৮ জনকে  ।

১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫/২৫(ঘ) ধারায় ওই মামলা দায়ের করা হয়। পুলিশসূত্র মামলার বিষয়টি নিশ্চিত করেছে।

প্রতিক্ষণ /এডি/হামিদ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G