কুষ্টিয়ার ৬ জনের যাবজ্জীবন
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
কুষ্টিয়ার খোকসা উপজেলায় ফারুক হত্যা মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
রোববার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজা মোহাম্মদ আলমগীর হাসান এ রায় দেন।
যাবজ্জীবন দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন খোকসার খোকন, মুনসুর, সাহেব আলী, অসীম কুমার অপু, আজিজুল ও আইয়ুব আলী।
কুষ্টিয়া জজ কোর্টের সরকারি উকিল (পিপি) অনুপ কুমার নন্দী জানান, মোটরসাইকেল ও মোবাইল ঝোন নিয়ে বিরোধের জের ধরে ২০১১ সালের ২৩ আগস্ট খোকসার আমবাড়িয়া বাজারের পাশে গোসাই গ্রামের মাঠে আসামিরা ফারুক হোসেনকে শ্বাসরোধ করে হত্যা করেন।
এ ঘটনায় নিহতের চাচাতো ভাই লিটন বাদী হয়ে খোকসা থানায় মামলা করেন। মামলার সাক্ষ্য প্রমাণ শেষে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক ৩০২/৩৪ ধারায় আসামিদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দেন। রায় ঘোষণা শেষে আসামিদের কুষ্টিয়া কারাগারে পাঠানো হয়েছে।
রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী অ্যডভোকেট অনুপ কুমার নন্দী বলেন, যথাযথ প্রমানের ভিত্তিতে ফারুক হোসেন হত্যা মামলায় বিজ্ঞ আদালত এই রায় দেয়। এতে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে।