কুসিক নির্বাচনে বিএনপি প্রার্থী সাক্কু

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৬, ২০১৭ সময়ঃ ১১:৫৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৯ পূর্বাহ্ণ

কুসিক প্রার্থীকুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন সদ্য বিদায়ী মেয়র ও দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক সাক্কু। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

শনিবার দিবাগত রাতে গুলশানে নিজের রাজনৈতিক কার্যালয়ে  মনিরুল হক সাক্কুকে ডাকেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। পরে তাকে মনোনয়ন দেওয়ার কথা জানান তিনি। সাক্কুকে জয়ী করতে কুমিল্লা বিএনপির নেতাকর্মীদের একযোগে কাজ করার নির্দেশ দেন খালেদা। রোববার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত দলীয় প্রত্যায়নপত্র সাক্কুর হাতে তুলে দেয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি আমিন উর রশীদ ইয়াছিন প্রমুখ।

এদিকে কুমিল্লা সিটি করপোরেশনে নিজ দলের প্রার্থী চূড়ান্ত করতে আজ বৈঠকে বসবে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ড। গত শুক্রবার থেকে কুমিল্লায় মেয়র পদে মনোনয়ন প্রত্যাশীদের আবেদন বিক্রি শুরু করে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের প্রার্থী হতে যারা আবেদন করেছেন তাদের মধ্যে আছেন সদর আসনের এমপি হাজী বাহার সমর্থিত জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আরফানুল হক রিফাত, প্রবীণ আওয়ামী লীগ নেতা আফজাল খানের ছেলে মাসুদ পারভেজ ইমরান, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি  নুর উর রহমান মাহমুদ তানিম, কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক ওমর ফারুক প্রমুখ।

উল্লেখ্য, ২০ ফেব্রুয়ারি কুসিক নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী ৩০ মার্চ কুমিল্লা সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। ২ মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

প্রতিক্ষণ/এডি/নাজমুল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G