প্রথম প্রকাশঃ অক্টোবর ২০, ২০২০ সময়ঃ ৯:৩১ অপরাহ্ণ..
সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩৩ অপরাহ্ণ
আজ বিকেলে সমগ্র পাড়াজুড়ে আগুন লেগেছিল হলদে-কুসুম আগুন
তবে কোনো বনে বা কারো মনে নয়
সটাং দাঁড়িয়ে থাকা এক উঁচু দালানের পেছন ঘেঁষে
নির্লিপ্ত আগুন।
এ আগুনে পোড়েনি কারও ঘর কিংবা অবারিত বালুচর
তবে জ্বলেছে কোনো এক বিদেহীর অন্তর।
তারই ফাগুন লাগা চোখে, আগুনের ফুলকি হয়ে এক ফালি চাঁদের মতো স্মিত হেসে বলল,
হবে কি গোপনে স্থিরচিত্রপট মনে?
হয়েছে, যাহা হইবার ছিল
ক্ষণিক হেসে নিমেশেই গেল মিশে।
এরপর নতুন এক আলেয়া অন্ধের গহ্বরে
হেঁটে চলেছে আলো-আঁধারীর নিরন্তর পথ ধরে…
আরো সংবাদঃ
মন্তব্য করুনঃ
পাঠকের মন্তব্য