কুড়িগ্রামে বিষাক্ত গ্যাসে ফসল বিনষ্ট
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নে ইট ভাটার বিষাক্ত গ্যাসে পুড়ে গেছে শতাধিক একর জমির বোরো ধান। এতে ফসল হারিয়ে অসহায় হয়ে পড়েছে ঐ এলাকার কৃষকরা।
সরজমিনে জানা যায়, ইউনিয়নের চৌধুরীপাড়ায় শাহীন ব্রিকস নামে একটি ইট ভাটার ইট পোড়ানোয় সৃষ্ট বিষাক্ত গ্যাস এক সপ্তাহ আগে রাতের আঁধারে ছেড়ে দেয় ভাটার মালিক। অন্যান্য বছর ফসল উঠার পর ছেড়ে দিলেও এবছর ফসল না উঠতেই ছেড়ে দেয়া হয়। এতে চৌধুরীপাড়া, হাজিরডোবা ও বানির খামার গ্রামের প্রায় শতাধিক একর জমির পাকা ও আধাপাকা বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।
ভোগডাঙ্গা ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের খায়রুল ইসলাম জানান, জমির পাকা ধান কেটে ঘরে তোলার আগ মুহুর্তে ভাটার বিষাক্ত গ্যাসে ধান পুড়ে যাওয়ায় সারা বছরের খাদ্য নিরাপত্তা নিয়ে দুঃশ্চিন্তায় পড়েছি। এত কষ্ট করে টাকা-পয়সা খরচ করে আবাদ করেও বউ-বাচ্চা নিয়ে উপোস থাকতে হবে। আমি ভাটার মালিকের বিচার চাই।
একই ইউনিয়নের হাজির ডোবাগ্রামের ফুলাল্লি মিয়া জানান, শাহীন চেীধুরীর সিএইচবি ভাটার বিষাক্ত গ্যাসে আমার ৩ একরেরও বেশি জমির বোরো ধান ক্ষেত পুড়ে গেছে। আমি এর ক্ষতিপুরণ চাই।
কুড়িগ্রাম সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, ইট ভাটার গ্যাসে ক্ষতিগ্রস্থ ফসলী জমি পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্থ ফসলের পরিমাণ নির্ধারণ করে দেয়া হয়েছে। কৃষকের ফসলের ক্ষতিপুরণ না দিলে ইট ভাটার মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে ইট ভাটার মালিক শাহীন চৌধুরী বিষাক্ত গ্যাসে ফসলের ক্ষতি হওয়ার কথা স্বীকার করে বলেন, কৃষকরা যতটা অভিযোগ করছে ততটা ক্ষতি হয়নি।
প্রতিক্ষণ/এডি/সাই