কুড়িগ্রামে ভেসে এলো হাতি
প্রতিক্ষণ ডেস্কঃ
কুড়িগ্রামের চিলমারী উপজেলায় বানের পানিতে ভারত থেকে ভেসে এসেছে একটি বুনো হাতি। হাতিটি ২ দিন ধরে ব্রহ্মপুত্র নদের চরে আটকা পড়ে আছে। আটকা পড়া হাতিটিকে উদ্ধারের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখনো। অন্যদিকে এরই মধ্যে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী হাতিটি ফেরত চেয়েছে ।
জানা গেছে, ভারতের আসাম প্রদেশের শিশুমারা এলাকা থেকে বুনো হাতিটি বানের পানির তীব্র স্রোতে ভেসে এসে বাংলাদেশের অভ্যন্তরে রৌমারী উপজেলা লাগোয়া উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের চরবাগুয়ার চর নামক স্থানে আটকা পড়ে মঙ্গলবার ভোররাতে।
এরপর বুধবার নদের তীব্র স্রোতে ভাসতে ভাসতে ব্রহ্মপুত্র নদের অববাহিকায় চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নের খেরুয়ার চর এলাকায় এসে আটকা পড়ে। বর্তমানে হাতিটি খেরুয়ার চরের কাদায় পা আটকা পড়ে আছে বলে জানা গেছে।
বঙ্গবন্ধু সাফারি পার্কের এবং বন্য প্রাণী সংরক্ষণ রাজশাহীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন বলে জানিয়েছেন বন বিভাগের চিলমারী রেঞ্জ কর্মকর্তা ইকবাল হোসেন। তিনি জানান, তারা এসে হাতিটি দেখার পর সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবেন।
অপরদিকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীও (বিএসএফ) হাতিটি উদ্ধার করে ফেরত দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে বলে জানা গেছে।
চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের বন বিভাগের চিলমারী রেঞ্জ কর্মকর্তা সারা দিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। বিষয়টি কর্তৃপক্ষকে জানানোর পর রাজশাহী প্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে আসার জন্য রওনা দিয়েছেন বলে জানতে পেরেছি।’
প্রতিক্ষণ/এডি/সাদিয়া