কূটনীতিক হয়রানির অভিযোগ পাকিস্তানের

প্রকাশঃ ডিসেম্বর ২৫, ২০১৫ সময়ঃ ৮:৫৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১২ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

Pak

ঢাকায় পাকিস্তান দূতাবাসের কূটনীতিক ফারিনা আরশাদ বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে বারবার হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেছে পাকিস্তান সরকার।

গতকাল বৃহস্পতিবার পাকিস্তান সরকারের পররাষ্ট্র দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এ অভিযোগ করা হয়।

বিবৃতিতে বলা হয়, ফারিনা আরশাদর প্রতি যেধরনের আচরণ করা হয়েছে সে কারণে বাংলাদেশের রাষ্ট্রদূতকে পাকিস্তানে দুবার তলব করা হয়েছিল এবং এ বিষয়ে প্রতিবাদ জানানো হয়েছিল।

বিবৃতিতে আরও বলা হয়, ‘ফারিনা আরশাদকে তথাকথিত জঙ্গীদের সঙ্গে জড়িয়ে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে এবং সংবাদমাধ্যমে সংগঠিতভাবে অনবরত তার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে।’

এর আগে জঙ্গি অর্থায়নে জড়িত সন্দেহে গত জানুয়ারিতে পাকিস্তান দূতাবাসের কর্মকর্তা মাযহার খানকে বাংলাদেশ থেকে বহিষ্কার করা হয়েছিল। পাকিস্তান হাইকমিশন এই অভিযোগকেও ‘ভিত্তিহীন’ বলে  এক বিবৃতি দিয়েছিল।

উল্লেখ্য, ফারিনা আরশাদ ঢাকায় পাকিস্তান হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি (রাজনৈতিক) পদে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে ‘জঙ্গী যোগসাজশ’ এবং ‘জঙ্গীদের অর্থায়নের’ অভিযোগ তুলে খবর প্রকাশিত হয়।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G