কৃত্রিম বুদ্ধিমত্তায় টয়োটার বিলিয়ন ডলার বিনিয়োগ

প্রকাশঃ জুন ২১, ২০১৬ সময়ঃ ১২:৫৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫৮ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

4d0f72650a0d028a014294980e4a607bজাপানের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা মোটর কর্পোরেশন জানিয়েছে, প্রতিষ্ঠানটি আগামী ৫ বছরে গাড়িতে চালকবিহীন প্রযুক্তি সংযোজনের জন্য ১ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করবে।

গাড়িতে নিরাপত্তার উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজনে আগামী ৫ বছরের মধ্যে ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেমের উন্নয়নে নজর দিয়েছে টয়োটা মটোর কর্পোরেশন। সম্প্রতি জাপানী গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির অ্যাডভান্সড রিসার্চ ডিভিশন প্রধান এ কথা বলেন।

সম্প্রতি প্রতিষ্ঠিত টয়োটা রিসার্চ ইন্সটিটিউট (টিআরআই) টয়োটা গাড়িতে কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজনের বিষয়টিতে কাজ করছে। ইন্সটিটিউটের প্রধান নির্বাহী গিল প্রাট বলেন, সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে গাড়ির নিরাপত্তা জোরদার করার লক্ষ্য নিয়ে কাজ করছে টয়োটা।

টয়োটা জানিয়েছে, ইন্সটিটিউটি আগামী ৫ বছরে গাড়িতে চালকবিহীন প্রযুক্তি সংযোজনের জন্য ১ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করবে। এ মাসের প্রথম দিকে হোন্ডা মটোর কর্পোরেশনও কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে নতুন গবেষণা দল প্রতিষ্ঠা করে। তাছাড়া ফোর্ড এবং ভকসওয়াগন এজিসহ অনেক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানই কম বেশি রোবটিক গবেষণায় টাকা বিনিয়োগ করছে।

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G