কৃষ্ণ সাগরে ন্যাটোর ছয় যুদ্ধজাহাজ
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
কৃষ্ণ সাগরে পৌঁছেছে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর ছয়টি যুদ্ধজাহাজ। একটি মহড়ায় অংশ নেওয়ার জন্য বুধবার সেখানে পৌঁছায় জাহাজগুলো।
ইউক্রেন সংকটকে কেন্দ্র করে কৃষ্ণ সাগর এলাকায় রুশ আধিপত্য ঠেকাতে ন্যাটোর উপস্থিতি জোরদার করা হচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
ন্যাটো ম্যারিটাইম কমান্ড (মারকম)- এর এক বিবৃতিতে বলা হয়েছে বুলগেরিয়া, রুমানিয়া ও তুরস্কের নৌবাহিনীর সঙ্গে মহড়ায় অংশ নেবে ন্যাটোর এই ছয় যুদ্ধজাহাজ।
মার্কিন রিয়ার অ্যাডমিরাল ব্র্যাড উইলিয়ামসনের নেতৃত্বাধীন স্ট্যান্ডিং ন্যাটো ম্যারিটাইম গ্রুপ টু (এনএনএমজি২) এ মহড়া পরিচালনা করবে। এর মধ্য দিয়ে ন্যাটোর সামগ্রিক প্রতিরক্ষা বিষয়ক যেকোনও দায়িত্ব পালনের যোগ্যতা অর্জন করা হবে বলে এক বিবৃতিতে জানিয়েছেন অ্যাডমিরাল উইলিয়ামসন।
মহড়ায় বিমান এবং ডুবোজাহাজ বিরোধী অনুশীলনসহ ছোট নৌকাযোগ আক্রমণ প্রতিহত করার মতো বিষয়গুলো থাকবে। এ ছাড়া, জাহাজ পরিচালনার মৌলিক দিকগুলোও রয়েছে।
প্রতিক্ষণ/এডি/মুজাহিদ