কেউ তো ছবি তোলে না!
গত দু’দিন ধরে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি ছবি বিভিন্ন সেলিব্রেটি থেকে সাধারণ মানুষের ওয়ালে ঘুরে বেড়াচ্ছে। ছবিটিতে দেখা যাচ্ছে কয়েকজন বিদেশী বাংলাদেশের রাস্তা পরিষ্কার করছে আর বেশ কিছু উৎসুক জনতা তা দেখছে এবং কেউ কেউ আবার ছবি তুলছেন। ফেসবুকে সবার আক্ষেপের বিষয় ছিল বিদেশীরা এত উদার বাংলাদেশীরা কেন এমন নয়। কিন্তু আরব আমিরাতে কর্মরত মানিক হোসেন নামে এক প্রবাসী তার ফেসবুকে ওয়ালে দুটি ছবি পোস্ট করে নতুন ভাবে কিছু বোঝানোর চেষ্টা করেছে। তার স্ট্যাটাসটি হুবুহু তুলে দেয়া হলঃ
১) আমাদের দেশে বিদেশীরা পরিষ্কারে উদ্যোগ নেয়
তখন আমরা ছবি তুলি…
২) প্রবাসে আমরা রাস্তাঘাট সহ সর্বত্রে পরিষ্কার করি
কই তখন তো কেউই ছবি তুলতে দেখিনা?