কেমন হতে পারে আইফোন ৮

প্রকাশঃ ফেব্রুয়ারি ২০, ২০১৭ সময়ঃ ৬:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০৫ অপরাহ্ণ

iphone-8সেপ্টেম্বরে আইফোন ৭ বাজারে এসেছে। ইতিমধ্যেই আইফোন ৮ কেমন হবে তা নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। ২০১৭ সাল আইফোনের ১০ বছর পূর্তির বছর, তাই বিশ্লেষকরা আশা করছেন, গ্রাহকদের জন্য বড় কোন উপহার নিয়ে আসবে অ্যাপল।

পুরোটাই কাঁচের তৈরি হবে
অনেকেই ধারণা করছেন, আইফোন ৮ পুরোটাই কাঁচের হবে। সামনে পেছনে দুদিকেই থাকবে নান্দনিক কাঁচ। ভয় পাবেন না, এতে কাঁচ ভেঙ্গে যাবার ভয় নেই। হয়তো অ্যাপেল ওয়াচে যে প্রযুক্তির কাঁচ ব্যবহার করা হয়েছে সেটাই থাকবে। অথবা গরিলা গ্লাস নির্মাতা প্রতিষ্ঠান কর্নিং উদ্ভাবিত স্ক্রেচমুক্ত কাঁচও থাকতে পারে।

পর্দা বাঁকাতে পারবেন
আইফোনের নতুন মডেল বাজারে আসার আগে পর্দার আকার কেমন হবে, নতুন কোন সুবিধা যোগ করা হবে কিনা- এসব নিয়ে অনেকেই অনেক কথা বলে থাকেন। আইফোন তাদের এলসিডি প্রযুক্তি থেকে ইতিমধ্যেই ওএলইডি প্রযুক্তিতে উন্নিত হয়েছে। ম্যাকবুকের নতুন সংস্করণ বিশ্লেষণ করে অনেকে বলছেন এবার আইফোনে কিছুটা বাঁকাতে পারবেন এমন পর্দা সংযুক্ত হবে। পর্দার আকার ৫.৮ ইঞ্চি হতে পারে।

তারবিহীন চার্জারের সুবিধা
বহু আকাঙ্ক্ষিত তারবিহীন চার্জারের সুবিধা এবারের আইফোনে সংযুক্ত হতে যাচ্ছে। বিশ্বস্ত সূত্র বলছে, আইফোন তারবিহীন চার্জারের আওতা বাড়ানোর জন্য এখন কাজ করছে। আইফোন ৬ থেকে এই সুবিধা পুরোপুরি পাওয়া যাবে এমন গুঞ্জন বাজারে বিদ্যমান ছিল।

হোম বোতাম থাকবে না
আইফোন ৭ থেকেই আক্ষরিক অর্থে হোম বোতাম অপসারণের কাজ শুরু করে দিয়েছে অ্যাপেল। চীনের মোবাইল ফোন নির্মাতা জিওমি ইতিমধ্যেই হোম বোতাম ছাড়াই স্মার্টফোন বাজারে এনেছে। আইফোনে হোম বোতামের পরিবর্তে একটা ফাংশনাল এলাকা থাকবে বলে ধারণা করা হচ্ছে।

নতুন রঙে রঙিন হবে
আইফোন ৮ নিয়ে যত গুজব বাজারে আছে তার মধ্যে সবচেয়ে বিশ্বাসযোগ্য হল নতুন দুটি রঙ যুক্ত হতে যাচ্ছে আইফোনে। আর এ দুটি রঙ হল- লাল এবং নীল। শুধুমাত্র সেবার বৈচিত্র্য নয়, রঙের বৈচিত্র্যেও আইফোন টেক্কা দিবে প্রতিদ্বন্দ্বী স্মার্টফোন নির্মাতাদের সাথে।

তিনটি মডেলে পাওয়া যাবে আইফোন ৮
একটি হবে ৪.৭ ইঞ্চির, আরেকটি হবে বরাবর ৫ ইঞ্চির। সবেয়ে বড় আইফোন ৮ হবে ৫.৫ ইঞ্চির। যদিও একটা সময়ে এসে বলা হচ্ছিলো আইফোন বেশি বড় আকারে কখনোই উৎপাদনে যাবে না। সেই মিথ ভেঙ্গে যাওয়া ভবিষ্যতে অসম্ভব কিছু নয়।

প্রতিক্ষণ/এডি/নাজমুল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G