কেমন হবে ভবিষ্যৎ টেলিভিশন
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:
হলিউডের সাইফাই সিনেমা যারা দেখেন তারা সব থেকে বেশি পরিচিত হলোগ্রাফিকের সাথে। চোখের সামনে ভেসে ওঠে ভিডিও চিত্র। কিন্তু তা টেলিভিশনের মতো বাক্স বন্দি না হয়ে উন্মুক্ত অবস্থায়। মনে হয় যেন সামনেই রয়েছে এমন এক বস্তু যা হাত দিয়েই স্পর্শ করা যাবে।
অনেকের কাছে এটা অবাস্তব মনে হলেও এই হলোগ্রাফিক টেলিভিশন যে খুব শীঘ্রই LCD, Plasma বা HD টেলিভিশনে প্রতিস্থাপন করবে তা সময়ের ব্যাপার মাত্র। তখন টেলিভিশন কত ইঞ্চি পর্দা থাকবে তার ওপর নির্ভর করবে না বরং আপনি কত বড় জায়গা নিয়ে টেলিভিশন দেখতে চান তার ওপর নির্ভর করবে।
সম্প্রতি আমেরিকার “Massachusetts Institute of Technology” সংক্ষেপে “MIT” ইতোমধ্যে এমন এক চিপ তৈরি করতে সক্ষম হয়েছে, যা দিয়ে প্রতি সেকেন্ডে ৫০ গিগাপিক্সেলের হলোগ্রাফিক চিত্র প্রজেক্ট করা সম্ভব, অর্থাৎ তা বাস্তব চিত্রের মতোই হবে। কিন্তু বর্তমানে এই হলোগ্রাফিক টেলিভিশন বাজারে ছাড়া সম্ভব হচ্ছে না, কেননা এর দাম অত্যধিক বেশি।
এ কারণে কোন কোম্পানিই বাণিজ্যিকভাবে এই টেলিভিশন বাজারজাত করার সাহস দেখাচ্ছে না। তবে খুশির সংবাদ হচ্ছে এর দাম কমাবার জন্য MIT ইতোমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। তাদের মতে আগামী ১০ বছরের মধ্যে এই প্রযুক্তিকে আরো সস্তা উপায়ে বানাবার পদ্ধতি আবিস্কার করে ফেলবেন, আর তখন তা জনসাধারণের জন্য বাজারজাত করা সম্ভব হবে। সূত্র: বিবিসি।
এরকম আরো কিছু নিউজঃ
## চার্জার ছাড়াই স্মার্টফোনে চার্জ
প্রতিক্ষণ/এডি/পাভেল