কোকোর শেষ ঠিকানা ১৮৩৮/১৪৭

প্রকাশঃ জানুয়ারি ২৭, ২০১৫ সময়ঃ ৬:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৬ অপরাহ্ণ

koko koborবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মরদেহ বনানী কবরস্থানের পথে নেওয়া হয়েছে।

সবকিছু ঠিক থাকলে বনানী কবরস্থানের ১৮৩৮/১৪৭ নম্বর কবরটিই আরাফাত রহমান কোকোর শেষ ঠিকানা।

বনানীর ১৮ নম্বর রোডের বি ব্লকে কোকোর জন্য নির্ধারিত কবরটির অবস্থান।

এ কবরটির একেবারে বিপরীতে রয়েছে বনানীর গির্জা।

কবর খননের পূর্বে ঢাকা উত্তর সিটির প্রধান নিবার্হী কর্মকর্তা বিএম এনামুল হক কোকোর কবরের জন্য নির্ধারিত জায়গা ঘুরে যান। এরপরপরই দুপুর ১টা ৩০ মিনিটে ৮ জন গোরখোদক কবর খননের কাজ শুরু করেন।

ল্যামপোস্টের নিচে কবরটির অবস্থান হওয়ায় ল্যামপোস্টের সঙ্গে হাজার ভোল্টের একটি লাইট, ৫টি এনার্জি বাল্ব এবং বেশ কয়েকটি রড লাইট সংযোজন করা হয়েছে।

সর্বশেষ পাওয়া খবর হিসেবে বায়তুল মোকাররমে লাখো মানুষের উপস্থিতিতে আরাফাত রহমান কোকোর জানাযার নামাজ শেষে তাকে বনানী কবরস্থানের উদ্দেশ্যে রওনা হয়েছে লাশ বহনকারী এ্যাম্বুলেন্সটি। আজ মঙ্গলবার বাদ আছর তার নামাজে জানাজা  অনুষ্ঠিত হয়।

উল্লেখ, শনিবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়াতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আরাফাত রহমান কোকো। বুকে ব্যথা ওঠার পর হাসাপাতলে নেয়ার আগেই তার মৃত্যু হয়।

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G