কোপেনহেগেনে পরিত্যক্ত শিশু উদ্ধার!

প্রকাশঃ এপ্রিল ২, ২০১৬ সময়ঃ ৫:২৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩১ অপরাহ্ণ

denmarkবর্তমান বিশ্বের সবচেয়ে সুখী দেশের খেতাব অর্জন করা দেশ ডেনমার্কের মানুষগুলো কি আসলেই সুখী? ঠিক এ মুহূর্তে বিশ্বের প্রায় সবকটি দেশের প্রভাবশালী পত্রিকার শিরোনাম সুখী দেশের রাজধানী কোপেনহেগেনে পরিত্যক্ত শিশু উদ্ধার!

পুলিশ সূত্রে জানা গেছে, কোপেনহেগেন থেকে ১২ কিলোমিটার দূরে বসবিয়ায় গতকাল সকাল ৬ঃ২০ মিনিটে ময়লার গাড়ী ডাস্টবিন পরিস্কার করতে এসে এক নবজাতককে ডাস্টবিনে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এবং পুলিশ এসে শিশুটিকে রিস হসপিটালে নিয়ে যায়। শিশুটি বর্তমানে সুস্থ্ আছে বলে জানা যায়।

“আলো বলে অন্ধকার তুমি বড়ো কালো; অন্ধাকার বলে ভাই তাইতো তুমি আলো”- ডেনিশরা বিশ্বের সবচেয়ে বেশি সুখী জাতি হিসাবে রেঙ্কিং দেখে চিৎকার চ্যাঁচামেচি করুক না কেন, সদ্য এক নবজাতককে ডাস্টবিনে ফেলে রাখার মাধ্যমে ডেনিশদের বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব প্রশ্নবিদ্ধ হয়ে রইল।

উল্লেখ্য, ২০১৪ সালের পর থেকে ডেনমার্কে এ পর্যন্ত মোট ১৫টি নবজাতককে পাওয়া গেছে যার মধ্যে ৫টি শিশুর মৃত্যু হয়।

=====

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G