কোমল পানীয়ে ডায়াবেটিসের ঝুঁকি
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
পশ্চিমা দেশগুলোতে সোডা বলেই পরিচিত, বাংলাদেশে যার নাম কোমল পানীয়। খাবারের সঙ্গে কোমল পানীয় এর বেশ চল আছে।
অনেকেরই ছোটবেলা থেকে কোল্ড ড্রিংকস বা কোমল পানীয় পান করার অভ্যাস। এক সময় দেখা গেল, ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন তিনি।
বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত চিনি মিশ্রিত কোমল পানীয় পান করার অভ্যাস থাকলে ডায়াবেটিস হওয়ার আশঙ্কা বেড়ে যায়। বিশেষ করে যাদের অল্প বয়স থেকেই দিনে এক বোতল কোমল পানীয় পান অভ্যাস, প্রাপ্তবয়স্ক হওয়ার পর তাদের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়।
সম্প্রতি জার্নাল ডায়াবেটোলোজিয়াতে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, দৈনিক এক বোতল কোমল পানীয় পান ডায়াবেটিসের ঝুঁকি এক-পঞ্চমাংশ বাড়ে।
যুক্তরাজ্য, জার্মানি, ডেনমার্ক, ইতালি, স্পেন, সুইডেন, ফ্রান্স ও নেদারল্যান্ডসের সাড়ে তিন লাখ মানুষের ওপর সমীক্ষা চালিয়ে এ গবেষণা প্রতিবেদনটি তৈরি করা হয়।
গবেষণায় মূলত মানুষের খাদ্যাভ্যাসের সঙ্গে ক্যান্সারের সম্পর্ক খোঁজা হচ্ছিল। এ সম্পর্কে খুঁজতে গিয়ে এমন তথ্য বের হয়ে আসে।
এ গবেষণা যারা চালিয়েছেন তাদের প্রধান ডোরা রোমাগুয়েরা বলেন, যারা সপ্তাহে কিংবা মাসে মিষ্টি কোমল পানীয় পান করেন তাদের তুলনায়, যারা প্রতিদিনই কোমল পানীয় পান করেন তাদের ডায়াবেটিসের ঝুঁকি অনেক বেশি।
তবে অন্যান্য ফলের জুসের সঙ্গে ডায়াবেটিসের সম্পর্ক নেই বলে জানান তিনি।
তথ্য সূত্র: টাইমস অব ইন্ডিয়া
প্রতিক্ষণ/এডি/জহির