কোম্পানীগঞ্জে মাদক ব্যবসায়ীকে কারাগারে প্রেরণ

প্রকাশঃ ফেব্রুয়ারি ৭, ২০১৫ সময়ঃ ৫:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:১৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডট কম

arrest_38645নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদক দ্রব্যসহ মো. তারিন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাকে ১৪ দিনের কারাদণ্ড প্রদান করে।

শনিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিবুল আলম এ দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত মো. তারিন (২৪) কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৭নং ওয়ার্ডের আবুল খায়েরের ছেলে। 

পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কাজী সাঈদুর রহমানের নেতৃত্বে পুলিশ বসুরহাট বাজারের হাসপাতাল গেইট এলাকা থেকে মাদক ব্যবসায়ী তারিনকে আটক করে। এসময় তার কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে শনিবার দুপুরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজিদুর রহমান জানান, দণ্ডপ্রাপ্ত মাদক ব্যবসায়ী তারিনকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/ইফতেখার রাজু

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G