কোরিয়ায় মার্কিন রাষ্ট্রদূতকে ছুরিকাঘাত

প্রকাশঃ মার্চ ৫, ২০১৫ সময়ঃ ৯:৫৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫৯ পূর্বাহ্ণ

আর্ন্তজাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডট কম.

USA_bg_850696251দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে আজ বৃহস্পতিবার সকালে মার্কিন রাষ্ট্রদূত মার্ক লিপার্টের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা হয়েছে। এতে তিনি জখম হয়েছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে দেশটির রাজধানী সিউলে একটি প্রাতঃরাশ বৈঠকে অংশ নিতে গেলে তার ওপর ধারালো ব্লেড নিয়ে ঝাপিয়ে পড়েন আনুমানিক ৫৫ বছরের অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। খবর: বিবিসির।

এ সময় তার মুখ এবং বাম হাতে রক্ত দেখা যায় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশ। তাক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনার পরপরই আক্রমণকারী ব্যক্তিকে আটক করে নিরাপত্তাকর্মীরা। তখন ওই ব্যক্তি চিৎকার করে বলছিল, উত্তর ও দক্ষিণ কোরিয়ার মিলে যাওয়া উচিৎ।  একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার বার্ষিক যৌথ সামরিক মহড়ার বিরোধিতা করেন তিনি।

তবে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, ফল কাটার ছোট ছুরি দিয়ে হামলা চালানো হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, লিপার্টের জখম জীবনের জন্য ঝুঁকির মতো নয়। তাঁর অবস্থা স্থিতিশীল। এই হামলার ঘটনায় তীব্র নিন্দা জানায় যুক্তরাষ্ট্র। এছাড়া তার এ আঘাত প্রাণঘাতী নয় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সাবেক মার্কিন সহকারী প্রতিরক্ষামন্ত্রী লিপার্ট ২০১৪ সালে দক্ষিণ কোরিয়ায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান। হামলাকারীকে গ্রেপ্তার করেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। হামলাকারীর পরিচয় সম্পর্কে বলা হচ্ছে, তাঁর নাম কিম কি-জং (৫৫)। তিনি কোরীয় জাতীয়তাবাদী।

মার্কিন রাষ্ট্রদূত সিউলের একটি মিলনায়তনে প্রবেশের সময় সকালে এই হামলার ঘটনা ঘটে। এর আগে একই ব্যক্তি দক্ষিণ কোরিয়ায় জাপানের রাষ্ট্রদূতকে লক্ষ্য করে কংক্রিট ছুড়েছিলেন।

হামলাকারী উত্তর কোরিয়ার চর কি না, এর কোনো তথ্য-প্রমাণ পাননি দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা।

প্রতিক্ষণ/এডি/রাজু

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G