কোলে ‘চড়িয়া’ মুখ্যমন্ত্রীর বন্যা-দর্শন

প্রকাশঃ আগস্ট ২৩, ২০১৬ সময়ঃ ১১:০৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪০ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

160822133453_india_flood_minister_carried__640x360_bbc_nocredit

একটা কথা রয়েছে- ঘোড়ায় চড়িয়া মর্দ হাটিয়া চলিল। কথাটাকে একটু ঘুরিয়ে বলা যায়- কোলে চড়িয়া মন্ত্রী হাঁটিয়া চলিলেন।

হ্যাঁ, এমনই এক কাণ্ড করেছেন ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি প্রদেশের বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন পুলিশের কোলে চড়ে!

বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যদি কোনো মুখ্যমন্ত্রী যান তাহলে তাঁর ছবি তোলার বিষয়টা খুবই স্বাভাবিক। কিন্তু অস্বাভাবিক তখনই যখন কোনো মন্ত্রী ভাবেন যে তিনি হেঁটে নয় কোলে চড়ে সেসব এলাকা দেখবেন। এমনই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশে।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের বন্যাকবলিত এলাকা পরিদর্শনের যে ছবি প্রকাশ পেয়েছে তা নিয়ে তৈরি হয়েছে ক্ষোভ, নতুন বিতর্ক। টুইটারে এ নিয়ে রসিকতাও করছেন অনেকে।

গত সোমবার রাজ্যের পান্না জেলার আমানগঞ্জ তেহসিল এলাকা পরিদর্শনে যান শিবরাজ সিং চৌহান। এ সময় দুই পুলিশ সদস্য তাকে কোলে করে পানি পার করে দেন। এমন ছবি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের শুরু হয়।

ভারতের বিভিন্ন এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বা বিজেপি শাসিত এই মধ্য প্রদেশে বন্যায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে । হাজার হাজার মানুষকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। আর এর মধ্যেই মুখ্যমন্ত্রীর এমন ছবি জনমনে ক্ষোভ তৈরি করেছে।

এর আগে আসামের বন্যাকবলিত এলাকার ছবি কেন্দ্রে দেখাতে গিয়ে সেখানে বাংলাদেশের নোয়াখালী এলাকার একটি ছবি ব্যবহার করা হয়। সেই ছবি নিয়েও বিতর্ক তৈরি হয় ভারতে। সূত্র : বিবিসি।

প্রতিক্ষণ/এডি/একে

=====

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G