ক্যান্সারের টিকা আবিষ্কার!

প্রকাশঃ এপ্রিল ১২, ২০১৫ সময়ঃ ৪:০৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৪ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

cancerপৃথিবীতে এখন পর্যন্ত ক্যান্সারই সম্ভবত সবচেয়ে দুরারোগ্য ব্যাধি। এ ব্যাধি সম্পূর্ণরূপে সেরে যাবে এমন নিশ্চয়তা কোন চিকিৎসক প্রদান করতে না পারলেও এর প্রতিষেধক আবিষ্কারে অনবরত চেষ্টা করে যাচ্ছেন তারা।

সম্প্রতি ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে আরেকটা বড় রকমের সুখবর দিয়েছেন যুক্তরাষ্ট্রের একদল গবেষক। তাদের তৈরি ত্বকের ক্যান্সারের টিকা তিনজন রোগীর ওপর  পরীক্ষায় খুবই ইতিবাচক ফল পাওয়া গেছে।

এই গবেষণার ফল প্রকাশিত হয়েছে জার্নাল অব সায়েন্সে। গত ৯ এপ্রিল বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে গবেষণাটির বরাত দিয়ে দাবি করা হয়,  মানুষের শরীরের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধী ব্যবস্থাকেে এই নতুন ভ্যাকসিন বা টিকার সাহায্যে ক্যান্সার ঠেকাতে সজাগ করে দেয়া সম্ভব।

ওয়াশিংটন ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিনের গবেষকরা যে তিন ক্যান্সার রোগীর ওপর এই টিকা প্রয়োগ করেন, তাদের প্রত্যেকের ক্যান্সার টিউমারের ডিএনএ নকশার সঙ্গে সুস্থ্য কোষের জিন নকশার তুলনা করা হয়েছে।

ক্যান্সার টিউমারে যে জেনেটিক ত্রুটি থাকে, সেটি প্রতিটি রোগীর ক্ষেত্রেই একেবারে স্বতন্ত্র। তার ওপর ভিত্তি করে তারা এই পার্সোনালাইজড ভ্যাকসিন বা টিকা তৈরি করেন। গবেষকরা খুবই আশাবাদী যে, এরফলে ভবিষ্যতে অনেক ধরণের ক্যান্সার হয়তো এরকম টিকা তৈরি মাধ্যমে ঠেকিয়ে দেয়া যাবে।

প্রতিক্ষণ/এডি/পাভেল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G