ক্যান্সার রোধে গোমূত্র

প্রকাশঃ মার্চ ২০, ২০১৫ সময়ঃ ৯:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক, প্রতিক্ষণ ডট কম.

a10সাংসদ যখন হয় ডাক্তার। জনগণকে কি আর হাসপাতালে যাওয়া লাগে। সংসদ বা রাজ্যসভা থেকেই আসে রোগ নিরাময়ের প্রেসক্রিপশন। তাও আবার যেন তেন রোগ নয়।

এবার খোদ ঘাতক ব্যাধি ক্যান্সার রোগ সারানোর নতুন ওষুধের ঘোষণা এলো ভারতের রাজ্যসভা থেকে। ক্ষমতাসীন বিজেপি সাংসদ শঙ্করভাই এন ওই সভায় দেশবাসীকে ক্যান্সার নিরাময়ে গোমূত্র পান করার পরামর্শ দেন।

ক্যান্সার নিয়ে আর ভাবনা নয়। ক্যান্সার প্রতিরোধে গুরুর মল এবং মূত্র কার্যকরী এক ওষুধ ।

তবে এ জন্য ভারতে গো হত্যা বন্ধ করার নির্দেশ দেন তিনি। গরু রক্ষার দাবিতে সম্প্রতি রাজ্যসভায় দেয়া এক বক্তৃতায় ‍শঙ্করভাই বলেন, গরুদের রক্ষা করতে না পারলে দেশকে ধ্বংসের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না! ‘আপনি যদি নিজেকে ক্যান্সারের হাত থেকে বাঁচাতে চান, তাহলে আগে গরু হত্যা রুখতে হবে। কারণ গোমূত্রইতো ক্যান্সার নিরাময়ের একমাত্র ওষুধ।

তিনি বলেন, আমি হলফ করে বলতে পারি গোমূত্রে ক্যান্সার একশো শতাংশ নিরাময় হবে। তবে এখানে কেউ এটা মানতে চান না।গোবর এবং গোমূত্রের অনেক রকম ব্যবহার আছে। ক্যান্সার ছাড়া আরও অনেক রোগের নিরাময় সম্ভব এতে।

গো হত্যাকে পাপ বলে চিহ্নিত করে সাংসদ  বলেছেন, বেদ-এ গরুকে মাতৃজ্ঞানে পুজো করা হতো। আর অনেকে সেই গো-মাংস খান। গরু খাওয়ার নামে কী হচ্ছে এ সব! দেশটা সবাই ধ্বংস করবে নাকি।’

প্রতিক্ষণ/এডি/রাজু

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G