ক্যালিফোর্নিয়ায় সৌর চালিত বিমান

প্রকাশঃ এপ্রিল ২৫, ২০১৬ সময়ঃ ১০:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

solar impulseসৌরশক্তি চালিত বিমান সোলার ইমপালস হাওয়াই থেকে উড্ডয়ন করে প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে তিন দিন সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে অবতরণ করেছে।

বিমানটিতে চালক ছিলেন আন্দ্রে বোর্শবার্গ ও বেরট্রান্ড পিকার্ড।  তারা পালা করে বিমানটি চালাতেন। একেকজন টানা কুড়ি মিনিট করে ঘুমাতে পারতেন। পাইলট বেরট্রান্ড পিকার্ড বলেন, “প্রশান্ত মহাসাগর শেষ হলো।”

বিমানটির আছে লম্বা দুটো পাখা। বোয়িং ৭৪৭ বিমানের পাখা থেকেও বড়ো সোলার ইমপালসের পাখা। তবে ওজন অনেক কম। এর ছাঁদের ওপর ১৭,০০০ সেল বসানো যেগুলো সূর্যের আলো থেকে বিদ্যুৎ উৎপাদন করে।দিনের বেলায় এই বিদ্যুৎ প্রপেলারকে সচল করে আর রাতের জন্যে বিদ্যুৎ সঞ্চয় করে রাখে ব্যাটারিতে।

পাইলট পিকার্ড পরে সাংবাদিকদের বলেন, “আপনারা জানেন রাতের বেলাতেও আমাদের উড়তে হয়েছে। ককপিটে বসে সমুদ্রের ওপর চাঁদের প্রতিফলন দেখতাম আমি। আমি ভাবতাম এখানে তো আমি একবারেই একা। তবে আমার আত্মবিশ্বাস ছিলো।”

তিনি বলেন, তার ধারণা আগামী ৫০ বছরের মধ্যে বিদ্যুৎ চালিত বিমান ৫০ জনের মতো যাত্রী বহন করতে পারবে। গত বছরের মার্চ মাস থেকে শুরু হয়েছে এই বিশ্ব পরিভ্রমণ, শুরু হয়েছিলো আবুধাবি থেকে। সেখান থেকে ওমান, ভারত, মিয়ানমার, চায়না, জাপান থেকে হাওয়াই হয়ে গিয়ে পৌছায় ক্যালিফোর্নিয়ায়। সোলার ইমপালসের এর পরের গন্তব্য নিউ ইয়র্ক শহর।

প্রতিক্ষণ/এডি/এস আর এস

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G