ক্ষমা চাওয়ার আহ্বান পাকিস্তানি সাংবাদিকের
আন্তর্জাতিক ডেস্ক
বাংলাদেশের কাছে পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রবীণ সাংবাদিক ও কলাম লেখক বাবর আয়াজ। মুক্তিযুদ্ধে বাংলাদেশের ওপর যে বর্বরোচিত নির্যাতন চালানো হয়েছিল সেজন্য পাকিস্তান সরকারকে এ আহ্বান জানান বাবর।
বৃহস্পতিবার পাকিস্তানের দৈনিক দ্য নিউজে প্রকাশিত এক নিবন্ধে এ আহ্বান জানান তিনি।
প্রকাশিত নিবন্ধে বাবর আয়াজ বলেন, ৪৩ বছর যাবৎ প্রতিবছর ডিসেম্বরে আমরা পূর্ব পাকিস্তানের বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি আলোচনা করি। এর মধ্যে অধিকাংশ আলোচনাই হয় ১৯৭১ সালে পরিচালিত সেনা অভিযানকে ঘিরে। ঐ সময় অবশ্যই এটা সবচেয়ে বড় ভুল ছিল। তবে আজকের যে বাংলাদেশ, তা ঐ ভয়াবহ নয় মাসে সৃষ্টি হয়নি। পূর্ব পাকিস্তানের লোকদের সঙ্গে পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী ও সেনাবাহিনী, যারা পূর্বকে উপনিবেশ বানাতে চেয়েছিল, তাদের ভুলের কারণে এর সৃষ্টি। পূর্ব পাকিস্তানের জন্য এটা ছিল স্বাধীনতার যুদ্ধ, যাতে ভারত সহযোগিতা করেছে। কারণ, দ্বিজাতিতত্ত্ব যে ভুল, তা প্রমাণের জন্য তাদের আমরা সুযোগ দিয়েছিলাম।’
বাবরের ঐ নিবন্ধের একটি বিশাল অংশজুড়ে ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের ওপর পশ্চিম পাকিস্তানিদের শোষণের ইতিহাস।
এ প্রসঙ্গে নিবন্ধে তিনি উল্লেখ করেন, ভিয়েনায় এক দল গবেষক ‘হোয়াই বাংলাদেশ’ শীর্ষক যে গবেষণা করেছিলেন, তাতে পাকিস্তানের কর্মকর্তাদের কাছ থেকে সংগ্রহ করা নথিতে দেখা গেছে, কীভাবে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে শোষণ করেছে।
এর আগেও ১৯৭১ সালের নৃশংসতার জন্য পাকিস্তানের অনেক আইনজীবী, মানবাধিকারকর্মী, সাবেক সেনা কর্মকর্তা, সাংবাদিক ও সাহিত্যিক পাকিস্তান সরকারকে বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছিলেন।
প্রতিক্ষণ/এডি/এফটি