ক্ষমা পেলেন দুই চিকিৎসক
জেলা প্রতিবেদক
সাধারণ জখমের ঘটনাকে গুরুতর দেখিয়ে আদালতে ভুল প্রতিবেদন দেয়ায় যশোরের দুই চিকিৎসক মাফ চেয়ে পার পেয়েছেন। বৃহস্পতিবার যশোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তারা ক্ষমা চান। পরে আদালতের বিচারক শাজাহান আলী তাদের ক্ষমা করেন।
চিকিৎসকরা হলেন, বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার এসএম আব্দুর রহমান ও জরুরি বিভাগের চিকিৎসক শফিউল্লাহ।
আদালত সূত্রে জানা যায়, ১৭ জুলাই বাঘারপাড়ার জামদিয়া গ্রামে আফসার আলী জোয়াদ্দার তার প্রতিপক্ষের সাথে মারপিট করে। এতে তিনি সামান্য আহত হন। এ ঘটনায় তাকে প্রথমে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
পরে জোয়াদ্দার এ বিষয়ে থানায় মামলা করতে গেলে পুলিশ স্থানীয়ভাবে মীমাংসা করে নেয়ার কথা বলেন। পরে ভুক্তভোগী আফসার আলী জোয়াদ্দার ২০ জুলাই আদালতে অভিযোগ দেন। আদালতের নির্দেশে ২৯ জুলাই এ বিষয়ে বাঘারপাড়া থানায় নিয়মিত মামলা রেকর্ড করা হয়।
এদিকে, ভুক্তভোগী বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের ম্যানেজ করে তাকে অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে গুরুতর জখম করেছে মর্মে সনদ সংগ্রহ করে আদালতে জমা দেন। কিন্তু মিথ্যা এ সনদের বিপক্ষে আসামিরা চ্যালেঞ্জ করে।
এক পর্যায়ে পুলিশ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে (বাঘারপাড়া থেকে এখানে রেফার করা হয়েছিলো) ওই সনদ নিয়ে আদালতে জমা দেন। এতে সাধারণ জখম বলে প্রমাণিত হয়। পরে বিচারক ওই সনদ দেয়ার কারণে বাঘারপাড়া হাসপাতালের দুই চিকিৎসককে আদালতে তলব করেন। পরে বৃহস্পতিবার চিকিৎসকরা আদালতে এসে ক্ষমা চান।
প্রতিক্ষণ/এডি/তাফ