ক্ষেতের হাসিতে হাসছে কৃষক
শীতের আগমনী বার্তায় গ্রামবাংলার ফসলের ক্ষেতে এখন সবুজের সমারোহ । মৌসুমী সবজির ফলন নিয়ে সন্তুষ্ট চাষিরা। সোনালী ভবিষ্যতের আশায় তারা রঙিন স্বপ্নের জাল বুনছেন।
চাষিরা বলছেন, বর্ষায় যে ক্ষতি হয়েছে, শীতকালীন সবজি দিয়ে তা পুষিয়ে নিতে চান তারা। ফসলের ক্ষেতে শিশির ভেজা সকাল জানান দেয় শীতের আগমনী বার্তা।
তাই, দম ফেলার সময় নেই যশোরের কৃষকদের। সবুজ মাঠে এখন শুধুই শীতের সবজি। সিম, কাকরল, বাধাকপি, ফুলকপি মূলাসহ সবই চাষ হচ্ছে।
গেলো বর্ষায় যেটুকু ক্ষতি হয়েছে, তা পুশিয়ে নিতে আগাম সবজি চাষে ঝুকেছেন এ জেলার চৌগাছা, বাঘারপাড়া ও মনিরামপুরসহ আশপাশের বেশিভাগ এলাকার কৃষকরা।
স্থানীয় বাজারেও শীতের হরেক রকম সবজির সরবরাহ বেশ। তবে দাম-দরে কিছুটা ফারাক থাকলেও, অসন্তুষ্ট নন ব্যবসায়ী ও ভোক্তারা।
স্থানীয় কৃষি অধিদপ্তর বলছে, এবার শীতের আগেই বাজারে অনেক জাতের সবজি এসেছে। এবার জেলায় প্রায় ১৫ হাজার হেক্টর জমিতে শীতকালিন আগাম সবজি চাষ হয়েছে।
প্রতিক্ষণ/এডি/বিএ