কড়া রোদে কড়া শাস্তি!

প্রকাশঃ সেপ্টেম্বর ২১, ২০১৫ সময়ঃ ২:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:২৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

chinaচীনের হুনাইন প্রদেশের একটি কলেজে শিক্ষার্থীরা নিয়ম না মানার জন্য স্কুল কর্তৃপক্ষ অভিনব শাস্তি দিয়েছেন। ছাত্রীরা নিজ ঘুমানোর চাদর/ডুবেট এবং গোসলের বাকেট/বালতি আর পায়ের জুতো ঠিক মতো নিয়ম মোতাবেক গুছিয়ে না রাখার জন্য স্কুল কর্তৃপক্ষ এই শাস্তি দিয়েছেন।

৩২ ডিগ্রি সেলসিয়াস গরমের মধ্যে লেপ দিয়ে ডেকে মাঠের মধ্যে খোলা আকাশের নীচে ঘুমানোর শাস্তি দিয়েছেন। গত ১৫ সেপ্টেম্বর ২০ জন ছাত্রীকে এমন শাস্তি দেয়া হয়েছে।

এর আগে ৩০ জন ছাত্রকে অনিয়মের জন্য মাথায় বাকেট/বালতি নিয়ে লেপ দিয়ে শরীর ঢেকে দৌড়ানোর শাস্তি দেয়া হয়েছিলো বলে জানা গেছে।

হুনাইনের ভকেশনাল কলেজ ও ফরেন ল্যাঙ্গুয়েজের ছাত্রীদের এর আগে এই সব অনিয়মের জন্য সতর্ক করে দিয়েছিলেন কর্তৃপক্ষ।

পায়ের জুতা সোজাসুজি করে রাখার কথা থাকলেও তারা তা করেননি। এটা নিয়মের ব্যতিক্রম। তাই তাদের এই কঠিন শাস্তি দেওয়া হয়।

কলেজের ছাত্র বিষয়ক ডেপুটি ডিরেক্টর জিং ইয়ং ছাত্রীদেরকে এই অভিনব শাস্তি দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

চীনে স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বাধ্যতামুলক সামরিক ট্রেনিং নিতে হয়, যদিও বর্তমানে এই বাধ্যতামূলক সামরিক ট্রেনিং এর ব্যাপারে দ্বিমত রয়েছে। অনেককে আবার ট্রেনিং মিস বা অনিয়ম করলে শাস্তিও ভোগ করতে হয়।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G