খাগড়াছড়িতে ইউপি সচিবদের কর্মবিরতি

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৯, ২০১৬ সময়ঃ ৩:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১০ অপরাহ্ণ

আল-মামুন (খাগড়াছড়ি প্রতিনিধি)

index‘১০ম গ্রেডের অফিসার ইউপি সচিবের অধিকার’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে তিন দফা দাবীতে দুইদিন ব্যাপী কর্মবিরতি কর্মসূচী পালন করেছে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) খাগড়াছড়ি জেলা শাখা।

রবিবার দুপুর ১২টায় সংগঠনটি খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালন করে।

কর্মবিরতির এ কর্মসূচীতে উপস্থিত ছিলেন, কবাখালী ইউপি সচিব দীশকন চাকমা, বোয়ালখালী ইউপি সচিব চন্দ্র শেখর চাকমা, কেয়াংঘাট ইউপি সচিব প্রয়াসী চাকমা, ভাইবোন ছাড়া ইউপি সচিব রত্মা চাকমা, গুইমারা ইউপি সচিব দেবাশীষ চাকমা, লতিবান ইউপি সচিব সুকান্ত চাকমা, বেলছড়ি ইউপি সচিব তপন ত্রিপুরাসহ খাগড়াছড়ির ৩৮ ইউপির সচিব এতে অংশ নেয়।  

এতে ইউনিয়ন পরিষদ সচিবদের পদবী পরিবর্তন এবং বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীতকরণ, বেতন, বোনাস, আনুতোষিক, ল্যামগ্রান্ট ও শান্তি বিনোদন ভাতাসহ শতভাগ অর্থ সরকারি কোষাগার থেকে প্রদান, আর্থিক নিরাপত্তার লক্ষ্যে ইউপি সচিবদের পারিবারিক পেনশন সুবিধা প্রদানসহ ৩ দফা দাবী জানান।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G