খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল

প্রকাশঃ ফেব্রুয়ারি ২২, ২০১৬ সময়ঃ ১২:২৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৮ অপরাহ্ণ

আল-মামুন (খাগড়াছড়ি প্রতিনিধি)

indexখাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ।

সোমবার সকাল ১০টায় এ বিক্ষোভ মিছিল করে তারা।

পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলার সভাপতি সাহজল ইসলাম সজলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি খাগড়াছড়ি কলেজ গেইট হয়ে থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এসময় নেতৃবৃন্দরা অবিলম্বে এ হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তিসহ অপহৃত বাঙ্গালীদের মুক্তি না দিলে আরো কঠোর কর্মসূচী দেওয়া হবে বলে হুশিয়ারী জানান।    

এদিকে, মহাসড়কে টায়ারে আগুন পিকেটিং এর মধ্য দিয়ে চলছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচী। খাগড়াছড়ি জেলার নয় উপজেলায় সোমবার সকাল থেকে এ অবরোধ কর্মসূচী পালনের মাঠে নামে সংগঠনটি।

ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক আজিজুল হক শান্তর হত্যাকারীদের বিচারসহ পানছড়িতে অপহৃত দুই বাঙালীকে উদ্ধারের দাবীতে রবিবার খাগড়াছড়িতে বাঙ্গালী ছাত্র পরিষদ সকাল-সন্ধ্যা এ অবরোধের ডাক দেয়।  

অবরোধ চলাকালে এখন পর্যন্ত বড় ধরণের কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া না গেলেও সকাল থেকে সোচ্চার হয়ে উঠে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের পিকেটাররা। অবরোধের কারণে জেলায় দূরপাল্লা ও অভ্যন্তরীন সড়কে সব ধরনের যানবাহল চলাচল বন্ধ রয়েছে। খাগড়াছড়ি জেলা থেকে কোন বাস-ট্রাক ঢাকা অথবা চট্রগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়নি।

উল্লেখ্য, চার দিন নিখোঁজের পর গতকাল রবিবার সকাল সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ির মাটিরাঙার রিছাং ঝর্ণা এলাকা হতে আজিজুল হক শান্ত’র লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই উপজেলার সাপমারা এলাকার থাপুইপাড়া এলাকার ধন বিকাশ ত্রিপুরাকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার প্রতিবাদে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ রবিবার শহরে বিক্ষোভ সমাবেশ করে এবং খাগড়াছড়ি পুরো জেলায় আজ সোমবার সড়ক অবরোধের ডাক দেয়।

নিখোঁজ যুবক খাগড়াছড়ি জেলার মাটিরাঙা উপজেলার নতুন পাড়া এলাকার সালেহ আহমেদ এর ছেলে আজিজুল হক শান্ত (২৪)। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে শান্ত খাগড়াছড়ি হতে মাটিরাঙা যাওয়ার পথে মোটর সাইকেলসহ সেই নিখোঁজ হয়। শান্তর বাবা সালেহ আহমেদ এই বিষয়ে মাটিরাঙা থানায় গত শুক্রবার বিকেলে সাধারন ডায়েরী করে।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G