খালাস চেয়ে সুবহানের আপিল
আদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির সাজাপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির আব্দুস সুবহান ট্রাইব্যুনালের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছেন।
বুধবার দুপুরে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় তিনি এ আবেদন করেন।
বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শিশির মো. মনির। ট্রাইব্যুনালের সাজার বিরুদ্ধে আব্দুস সুবহান আপিল আবেদনে ৯২টি যুক্তি দেখিয়েছেন। ১১৮২ পৃষ্ঠার আবেদনের মধ্যে মূল আবেদন ৪৯ পৃষ্ঠা বলে জানা গেছে।
তিনি বলেন, মাওলানা আবদুস সুবহানকে ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছিলেন। তিনি খালাস চেয়ে আপিল করেছেন। আমরা আশা করি, আপিল বিভাগের রায়ে তিনি খালাস পাবেন।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি আবদুস সুবহানকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তাঁর বিরুদ্ধে আনা নয়টি অভিযোগের মধ্যে ছয়টি প্রমাণিত হয়েছে।
এর মধ্যে তিনটি অভিযোগে মৃত্যুদণ্ড, দুটিতে আমৃত্যু কারাদণ্ড এবং একটিতে পাঁচ বছরের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। তিনটি অভিযোগ প্রমাণিত হয়নি।
প্রতিক্ষণ/এডি/মুন্নি