খালেদাকে নৌমন্ত্রীর আল্টিমেটাম

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৬, ২০১৫ সময়ঃ ১:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

gulsanহরতাল-অবরোধ প্রত্যাহারের জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন নৌ-পরিবহণমন্ত্রী শাজাহান খান।

হরতাল-অবরোধ বন্ধের দাবিতে শ্রমিক-কর্মচারীদের নিয়ে খালেদার গুলশান কার্যালয় ঘেরাও করতে গিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, অন্যথায় জনতা তাকে তুলে নিয়ে কাশিমপুর কারাগারে রেখে আসবে।

নৌমন্ত্রী বলেন, শ্রমিকরা তাদের জীবন দিতে প্রস্তুত আছে কিন্তু সম্পদ ধ্বংস হতে দিবে না। তিনি বলেন, যতদিন ধ্বংসাত্মক কর্মসূচি বন্ধ না হয় ততদিন শ্রমিকদের এই আন্দোলন বন্ধ হবে না।

নৌ-পরিবহণমন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে  শ্রমিক-কর্মচারী-পেশাজীবী মুক্তিযোদ্ধা পরিষদের নেতাকর্মীরা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয় ঘেরাওয়ের জন্য মিছিল নিয়ে যান নৌমন্ত্রী। তবে খালেদার কার্যারলয়ের সামনের গুলশানের ৮৬ নম্বর রোডের মাথায় পুলিশ ব্যাড়িকেট দিয়ে মিছিলটি আটকে দেয়। সেখানে সমবেত মিছিলকারীদের সমাবেশে বক্তব্য দেন তিনি।

নৌমন্ত্রী বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে খালেদা জিয়াকে হরতাল-অবরোধ প্রত্যাহার করতে হবে। তা না করা হলে এরপর তাকে গ্রেফতারের জন্য সরকারের প্রতি দাবি জানান নৌমন্ত্রী।

এর আগে সোমবার দুপুর ১২ টার কিছুক্ষণ পর নৌমন্ত্রী মিছিল নিয়ে খালেদার কার্যালয় অভিমুখে রওয়ানা হন।  তবে খালেদার কার্যারলয়ের সামনের গুলশানের ৮৬ নম্বর রোডের মাথায় পুলিশ ব্যাড়িকেট দিয়ে মিছিলটি আটকে দেয় পুলিশ। এর আগে সকাল ১০টার পর থেকে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে গুলশান-২ নম্বর এলাকায় জড়ো হতে থাকেন।

ইতিমধ্যে সম্মিলিত মুক্তিযোদ্ধা লীগের কর্মীরা খালেদার কার্যালয়ের বাইরে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন।  এর আগে সকাল ১০টার দিকে মহিলা লীগের অর্ধশতাধিক নেতাকর্মী একই স্থানে বিক্ষোভ মিছিল করেন।

ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে খালেদা জিয়ার কার্যালয়ের আশাপাশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুলশানের ৮৬ নম্বর রোডের দুই পাশে অতিরিক্ত দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া ব্যারিকেড দিয়ে জনসাধারণ ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

প্রতিক্ষণ /এডি/রাতুল

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G