খালেদাকে বাকি জীবন জেলেই থাকতেই হবে

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৮, ২০১৫ সময়ঃ ৮:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০৬ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

 download (1)বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘আপনার রাজনীতির মৃত্যু হয়েছে। জেলে যাওয়ার জন্য প্রস্তুতি নিন। বাকি জীবন আপনাকে জেলেই কাটাতে হবে।’

শনিবার দুপুরে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা পার্কে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, ‘সাধারণ মানুষের সঙ্গে বেগম খালেদা জিয়া যুদ্ধ ঘোষণা করেছেন। তিনি পেট্রোলবোমা দিয়ে মানুষ হত্যা করে উল্লাস প্রকাশ করছেন। এর দায়ে তাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে।’

বিএনপির চলমান আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, ‘কোনো কারণ ছাড়াই ৫৪ দিন অবেরোধ কর্মসূচি দিয়ে দেশকে একটি অকার্যকর রাষ্ট্র বানানোর অপচেষ্টা করা হচ্ছে।’

মাহবুব উল আলম হানিফ জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, ‘হাত-পায়ের রগ কাটা, মানুষের গলা কাটা কোনো ধর্মের কাজ নয়।’

এ সময় আওয়ামী মীলগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি বলেন, ‘বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করের না, গণতন্ত্রে বিশ্বাস করেন না, নির্বাচনে বিশ্বাস করেন না। তিনি বিশ্বাস করেন ক্ষমতায়।

তিনি বলেন, ‘খালেদা জিয়া মানুষকে ও দেশকে বাঁচানোর জন্য নয়, নিজেকে আর নিজের পরিবারকে বাঁচানোর জন্য দেশকে জিম্মি করে রেখেছেন। তিনি এদেশে জঙ্গিবাদের উত্থান দেখতে চান। আওয়ামী লীগ আপনার যড়যন্ত্র ঘরে বসে দেখবে এটা ভাববেন না। সরকার বাংলাদেশের উন্নয়নের রোল মডেল হিসেবে কাজ করে চলেছে।’

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য এসএম কামাল।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান, মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা আক্তার বানু, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হিসাব উদ্দিন, কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক এমএএস ইমন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশকার আলী, গাংনী পৌর মেয়র আহমেদ আলী, যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, কুষ্টিয়া জেলা সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগার আলী প্রমুখ।

প্রতিক্ষণ/এডি/রাহুল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G