খালেদাকে লেখা মবিনের চিঠি

প্রকাশঃ অক্টোবর ২৯, ২০১৫ সময়ঃ ৮:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৪ পূর্বাহ্ণ

Awg2OTJR1T2Tশারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে দল থেকে পদত্যাগ করে রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন । বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। বুধবার দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে চিঠি লিখে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

টাইপ করা ওই চিঠিতে শমসের মবিন চৌধুরী নিজে স্বাক্ষর করেছেন। চিঠিতে তিনি লিখেছেন:

‘মাননীয় চেয়ারপার্সন,

আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করিবেন।wo58J7hixsWb

আপনি নিশ্চয় অবগত আছেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে আমি গুরুতর ভাবে আহত হয়েছিলাম। সে কারণে আমাকে বিভিন্ন সময় দেশে বিদেশে নানাবিধ চিকিৎসা নিতে হয়েছে। বর্তমানে আমার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটেছে।

আমার বর্তমান স্বাস্থ্যগত অবস্থার কারণে আমি অনতি বিলম্বে রাজনীতি থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। অবসর গ্রহণের প্রেক্ষিতে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সকল পদ থেকেও পদত্যাগ করলাম।

একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার স্বাস্থ্যগত সীমাবদ্ধতার মধ্যে থেকে মুক্তিযুদ্ধের মূল্যবোধকে সামনে রেখে দেশ ও জাতীয় কল্যাণে কাজ করার প্রয়াস আমার চিরকাল থাকবে।

আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

ধন্যবাদান্তে,

সমশের এম চৌধুরী, বীর বিক্রম

ঢাকা, বাংলাদেশ।

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G