খালেদার উপদেষ্টা রিয়াজ রহমান গুলিবিদ্ধ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াজ রহমানকে গুলি করেছে দুর্বৃত্তরা।
সোমবার রাত পৌনে ৯টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে ফেরার পথে গুলশান-২-এ গুলিবিদ্ধ হন রিয়াজ রহমান। এ সময় তার গাড়িতেও অগ্নিসংযোগ করা হয়।
গুলিবিদ্ধ রিয়াজ রহমানকে আশঙ্কাজনক অবস্থায় গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়েছে।
বিএনপির প্রেস ইউংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খালেদা জিয়ার সাথে সাক্ষাত শেষে বাসায় ফেরার পথে তার উপর এই হামলা চালানো হয়। তার গায়ে ৪টি গুলি লেগেছে।
গুলশান জোনের ডিসি লুৎফুল কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, রাত পৌনে নয়টার দিকে দুর্বৃত্তরা রিয়াজ রহমানকে বহনকারী গাড়িতে আগুন দেয়। এ ঘটনায় তিনি (রিয়াজ রহমান) আহত হন। স্থানীয় লোকজন তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের চিকিৎসক ফাউয়াজ শুভ তাৎক্ষণিক জানান, রিয়াজ রহমানের পায়ে দুটি এবং কোমরের নিচে দুটি গুলি লেগেছে। তাঁর প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে।
এর আগে রাত আটটার দিকে ‘অবরুদ্ধ’ খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে আসেন রিয়াজ রহমান। সেখানে আধা ঘণ্টা অবস্থানের পর সাড়ে আটটার দিকে বেরিয়ে আসেন রিয়াজ রহমান। তবে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি তিনি। এর কিছুক্ষণ পরই তাকে বহনকারী গাড়িতে হামলা চালানো হয়।
প্রতিক্ষন/এডি/মাহ